Top News

WEBCUPA | ওয়েবকুপার সম্মেলনের ব্যানারে মমতা-অভিষেকের ছবি, নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের

মালদাঃ ভোটের মুখে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার রাজ্য সম্মেলন। সম্মেলনের ব্যানারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বড় ছবি। গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে ছবিতে ছবিতে ছয়লাপ। সরকারি প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে উপাচার্য রজতকিশোর দে’র  বিরুদ্ধে  নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ আনল কংগ্রেস। শুক্রবার জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী অভিযোগ পত্র মেল করেছেন জাতীয় নির্বাচন কমিশন ও মালদার জেলা শাসককে। যদিও জেলা প্রশাসন সূত্রের খবর, রাজ্য সম্মেলনের আগাম অনুমতি নির্বাচন কমিশন থেকে নিয়ে রেখেছেন সংগঠকরা।

দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীর আপ্ত সহায়ক আইনজীবী মহিবর রহমান পিটু জানান, ‘গোটা দেশ জুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্বাচনিবিধি লাগু রয়েছে। কীভাবে একটা সরকারি প্রতিষ্ঠানে উদ্দেশ্য প্রণোদিতভাবে শাসকদলের অঙ্গুলিহেলনে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়? শুধু তাই নয় এই সম্মেলনের ব্যানার পোস্টারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং লোকসভার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও ব্যবহার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসের ভিতরে এমন রাজনৈতিক অনুষ্ঠানের অনুমোদন দিলেন কীভাবে ?  জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ এনে আজ বিকেলে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন এবং মালদার জেলা শাসককে লিখিত আকারে জানিয়েছেন।’

শনিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে, ওয়েবকুপার এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন কলেজ থেকে দুই হাজারেরও বেশি অধ্যাপক উপস্থিত থাকবেন। বেশকিছু দিন ধরেই সম্মেলনের প্রচারে শহর জুড়ে  ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে স্টেজ তৈরি করা হয়েছে। সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো রয়েছে।  আর এই ছবিতেই আপত্তি তুলতে শুরু করেছে বিরোধীরা। যদিও এনিয়ে ওয়েবকুপার মালদা জেলা সংগঠক সৌগত পালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Mamata Banerjee | কপ্টার নামবে মমতার, মাঠ দিল না মন্ত্রীপুত্রের কলেজ, শোরগোল কাঁথিতে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যেই কলেজের মাথা মন্ত্রীপুত্র, সেই কলেজের মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামার…

7 hours ago

Fire arms | ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়, গত দু’দিনে উদ্ধার তিনটি পিস্তল

দিনহাটা: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়। মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার…

8 hours ago

Darjeeling | পর্যটকদের জন্য সুখবর! এবার এই নয়া রুটে বাসে করেই পৌঁছে যাবেন দার্জিলিং

শিলিগুড়ি: পর্যটকদের অত্যন্ত পছন্দের গন্তব্য পাহাড়ি শহর মিরিক। তবে এতদিন মিরিক পর্যন্ত বাস পরিষেবা থাকলেও…

8 hours ago

Theft Case | গভীর ঘুমে বাড়ির সদস্যরা, গয়না-টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

হেমতাবাদ: গভীর ঘুমে আচ্ছন্ন বাড়ির সদস্যরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কার্যত লুঠতরাজ (Theft case)…

9 hours ago

Accident | নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে গাছে ধাক্কা মারুতি ভ্যানের, মৃত ১, আহত ৬

কিশনগঞ্জঃ বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারল একটি মারুতি গাড়ি।…

9 hours ago

Neeraj Chopra | ফের সাফল্য, তিন বছর পর দেশের মাটিতে নেমেই সোনা জয় নীরজের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিন বছর পর দেশের মাটিতে ইভেন্টে নেমেই সোনা জয় অলিম্পিক চ্যাম্পিয়ন…

9 hours ago

This website uses cookies.