হরিশ্চন্দ্রপুর: অতিরিক্ত গরমে (Heat stroke) অসুস্থ হয়ে রাস্তায় পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম বাবুলাল মুর্মু (৭০)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার গরগরি গ্রামে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে (Harishchandrapur Hospital) পাঠায় ময়নাতদন্তের জন্য। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়াল গরগরি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে হরিশ্চন্দ্রপুর-ভালুকা রাজ্য সড়কের পাশে বড়াডাঙ্গী গ্রাম এলাকায় একটি চায়ের দোকানের পাশেই ওই বৃদ্ধকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি তিনি হেঁটে হেঁটে ওই এলাকায় এসেছিলেন। যদিও ওই বৃদ্ধ ওই এলাকার নন বলেই জানিয়েছে স্থানীয়রা। এরপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধের দেহ উদ্ধার করে। পরে খোঁজ খবর নিয়ে পুলিশ (Police) জানতে পারে বৃদ্ধের নাম ও পরিচয়।
বৃদ্ধের প্রতিবেশী তথা গড়গড়ি গ্রামের এক পঞ্চায়েত সদস্য জানান, ‘ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারে কেউ নেই। তবে এতদূর তিনি কি করে গেলেন, তা বুঝে উঠতে পারছি না। ওনার আত্মীয়দের খবর দেওয়া হয়েছে।’