মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

CM Mamata Banerjee | ‘ভিডিও শুট করার জন্যই গিয়েছিলেন!’ মমতা-খগেন সাক্ষাৎ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরোধী দলের সাংসদকে হাসপাতালে দেখে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)! দিলেন পাশে থাকার আশ্বাস! এই দৃশ্য দেখার ২৪ ঘণ্টা পরেও যখন রাজনৈতিক অংক মেলাতে ব্যস্ত গোটা বাংলা, ঠিক তখন দিল্লি (Delhi) থেকে মুখ খুললেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। বললেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খগেন মুর্মুকে দেখতে যাওয়ার উদ্দেশই ছিল শুধুমাত্র ফটোশুট এবং ভিডিও শুট। এর বেশি কিছু নয়।’

গতকাল মিরিক থেকে শিলিগুড়ি ফিরতেই আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যান খগেন মুর্মুর সঙ্গে (MP Khagen Murmu)। মুখ্যমন্ত্রীর এহেন পদক্ষেপ নিয়ে ঠিক ২৪ ঘণ্টা পর অর্থাৎ আজ দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। মমতাকে বিঁধে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে লোক দেখাতে ফটোশুট করতে গিয়েছিলেন। এক মিনিটেরও কম সময় ছিলেন। আর বাইরে বেরিয়ে এসেই শুরু করে দিলেন ভিডিও শুট। সঙ্গে এও বললেন কেবল কানের নীচে একটু চোট লেগেছে। চোখের নীচের কয়েক সেন্টিমিটার দূরত্বেই হাড় ভেঙেছে, চোখটা নষ্ট হয়ে যেতে পারত।’

পাশাপাশি পুনাওয়ালা টেনে আনলেন মনোজ ওঁরাওয়ের ওপর হামলার প্রসঙ্গ। তাঁর কথায়, ‘কাল দুপুরেও বিধায়ক মনোজ কুমার ওঁরাওয়ের ওপর হামলা হয়েছে। তিনিও আদিবাসী নেতা। কেন্দ্রীয় জওয়ানরাও রক্ষা পাননি। এটা তালিবানি কালচার।’

প্রসঙ্গত উল্লেখ্য, একই হাসপাতালে খগেন এবং শংকর (MLA Shankar Ghosh) দুজনে চিকিৎসাধীন থাকলেও শুধুমাত্র খগেনের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে মমতার সহকর্মী শংকর, অথচ তাঁর সঙ্গে দেখা না তিনি দেখা করলেন আদিবাসী নেতার সঙ্গে! আদিবাসীদের মন পেতেই কি মুখ্যমন্ত্রীর এই মাস্টারস্ট্রোক? নাকি সবটাই লোক দেখানো?  তার জবাব অবশ্য মেলেনি তৃণমূল শিবিরের তরফে।

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Raiganj | কুলিক সেতুতে মরণফাঁদ, দুর্ঘটনার আশঙ্কা  

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: রায়গঞ্জের (Raiganj) কুলিক পক্ষীনিবাস সংলগ্ন কুলিক...

Malda | ৬৭ বছরে ষড়ানন কার্তিকপুজো

স্বপনকুমার চক্রবর্তী, হবিবপুর: চারদিকে উৎসবের আমেজ শেষ হলেও মালদা...

TMC Leader Murder Case | তৃণমূল নেতা খুনে অস্বস্তি দলেই, পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার 

হরষিত সিংহ, মালদা: তৃণমূল নেতা খুন কাণ্ডে (TMC Leader...

Bolla Kali | চারদিনের মেলার সমাপ্তি, বিষাদভরা চোখে দেবীর বিসর্জন 

বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: চারদিনের উৎসব, ভক্তি ও আনন্দের সমাপ্তি...