কোচবিহার: সকালে বিজেপি প্রার্থী জিততেই ব্যালট পেপারে জল ঢেলে দিয়েছিলেন এক তৃণমূল প্রার্থী। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এবার সটান দুটি ব্যালট পেপার খেয়ে ফেললেন তৃণমূলের কাউন্টিং এজেন্ট। কোচবিহার ১ ব্লকের কাউন্টিং সেন্টারের ঘটনা। জানা গিয়েছে, জিরানপুর গ্রাম পঞ্চায়েতের ৪/২১০ নম্বর বুথের ভোট গণনা চলছিল। গণনা শেষের পরও দুটি ব্যালট নিয়ে বিতর্ক বাধে। এনিয়ে বচসা থেকে হাতাহাতিও হয়। এর পরই ওই দুটি ব্যালট পেপার সটান মুখে পুড়ে দেন তৃণমূল প্রার্থীর কাউন্টিং এজেন্ট পরিতোষ রায়। এই ঘটনায় হতভম্ব হয়ে পুরে উপস্থিত সকলে। ঠিক কেন ওই কাউন্টিং এজেন্ট এমনটা করল তা স্পষ্ট নয়। পুলিশ ওই কাউন্টিং এজেন্টকে আটক করেছে।
West Bengal Panchayat Election 2023 Result: দুটি ব্যালট পেপার চিবিয়ে খেলেন তৃণমূলের কাউন্টিং এজেন্ট! শোরগোল গণনাকেন্দ্রে
শেষ আপডেট: