উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি (SSC Recruitment Case)। পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে। মঙ্গলবার সকালে প্রথম দিকেই প্রধান বিচারপতির বেঞ্চে এসএসসি মামলা ওঠে। যদিও প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানান, শুনানি না হলেও আগের নির্দেশ মতোই আজই সিবিআইকে এই মামলার রিপোর্ট জমা দিতে হবে। আগামী সপ্তাহে ১৫ জানুয়ারি দুপুর ২টোয় এই মামলার পরবর্তী শুনানি হবে। সেই তারিখের মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে।
এর আগে গত ১৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল। সেদিন যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার উপায়ের প্রসঙ্গেই জোর দিয়েছিল শীর্ষ আদালত। এমনকি যোগ্য-অযোগ্য বাছাই না করা গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। এদিকে আজ কোনও সুরাহা মিলবে এই আশায় ছিলেন ২৬ হাজার চাকরিপ্রার্থীরা। কিন্তু ফের শুনানি পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছিল। যার ফলে চাকরিহারা হন ২৫,৭৫৩ জন। যদিও হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার সহ চাকরিহারাদের একাংশ। তবে গত মে মাসে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।