উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমি ঝঞ্ঝার জেরে রাজ্যে বাধা পাচ্ছে শীত (Weather Update)। তবে বুধবার থেকে ফের পারদ পতনের পূর্বাভাস রয়েছে বঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তবে পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। কিন্তু আগামী ১০ জানুয়ারি নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা আসছে। তখন অল্প বাড়বে রাজ্যের তাপমাত্রা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত কুয়াশার সতর্কতা নেই দক্ষিণের জেলাগুলিতে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।