West bengal weather update | তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, ‘রেমাল’-এর প্রভাবে কবে থেকে বৃষ্টি বঙ্গে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। গতকালই তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা। পাহাড়ের পাদদেশে অবস্থান হওয়ার পরও শিলিগুড়ির (Siliguri) তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িকে টেক্কা দিয়ে জলপাইগুড়ি (Jalpaiguri) এবং কোচবিহারের (Cooch Behar) তাপমাত্রা পৌঁছেছে ৩৯.৪-এ। নতুন শতাব্দীতে নয়া রেকর্ড গড়েছে জলপাইগুড়ি। ৩৯-এ দাঁড়িয়ে দিনভর হাঁসফাঁস করেছে আলিপুরদুয়ারও (Alipurduar)। শুধু সমতল নয়, গরমের প্রভাব পড়েছে পাহাড়েও। এই পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন, স্বস্তির বৃষ্টির দেখা কবে মিলবে? কবে পরিবর্তন হবে আবহাওয়ার (West bengal weather update)?

তবে রেমাল (Remal) আছড়ে না পড়া পর্যন্ত এই মুহূর্তে অবস্থার পরিবর্তন হবে না বলেও স্পষ্ট করেছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ আজও তীব্র গরমে পুড়বে উত্তরবঙ্গ। প্রতীক্ষা সোমবারের।

এদিকে উত্তরবঙ্গ (North Bengal Weather Update) শুষ্ক থাকলেও শনিবার থেকেই ঝড়-বৃষ্টি শুরুর সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update)। এদিন থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে। জেলায় জেলায় হতে পারে বৃষ্টিপাত (Rain), সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ এবং বাংলাদেশের বরিশাল ডিভিশনের খেপুপাড়ার কোনও একটি জায়গাতে সাইক্লোনটি আছড়ে পড়তে পারে। উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনায়।

এদিন থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে বৃষ্টিপাত। এদিন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে মেঘলা থাকবে আকাশ। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনায়। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবারও জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বৃষ্টির পাশাপাশি প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

বক্সিরহাট, ২৬ জুন: আন্তর্জাতিক মাদক বর্জন দিবসের আগেই সাফল্য পেল বক্সিরহাট থানার পুলিশ। পাচারের পথে…

21 mins ago

Kenya | অগ্নিগর্ভ কেনিয়া, জ্বলল সংসদ, মৃত্যু ৫ জনের, ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ কেনিয়া (Kenya)। মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে জেরবার জনগণ।…

33 mins ago

Om Birla | ধ্বনি ভোটে জয়, টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা

নয়াদিল্লি: ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত…

49 mins ago

Balurghat | আত্রেয়ীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ব্যক্তি, চলছে উদ্ধারকাজ

বালুরঘাট: আত্রেয়ীতে(Atreyi) সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, তলিয়ে যাওয়া ব্যক্তির নাম…

1 hour ago

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে…

2 hours ago

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে…

4 hours ago

This website uses cookies.