উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নববর্ষের প্রথম দিনই কি বৃষ্টিতে ভিজবে বঙ্গের মাটি? সেরমটাই বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update)। মঙ্গলবার রাজ্যের প্রত্যেকটি জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কিছু জেলায়। এই সপ্তাহের প্রায় প্রত্যেকদিনই রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই মঙ্গলবার হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরের সব জেলায়। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশপাশি দমকা হাওয়ার বেগ পৌঁছোতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
অন্যদিকে, মঙ্গলবার দক্ষিণবঙ্গেরও (South Bengal) সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি ও শুক্রবারের জন্যও দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এবং বীরভূমে। সেই সঙ্গে দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। শনিবারও বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।