Tuesday, June 18, 2024
HomeMust-Read NewsWest bengal weather update | উত্তরে বৃষ্টি, দক্ষিণে কবে ঢুকবে বর্ষা?

West bengal weather update | উত্তরে বৃষ্টি, দক্ষিণে কবে ঢুকবে বর্ষা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের মানুষ হাপিত্যেশ করে বসে আছেন। কবে দেখা মিলবে স্বস্তির বৃষ্টির? আবহাওয়া (West bengal weather update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে (North bengal weather update) বর্ষা প্রবেশ করে ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে একাধিক জেলায়। শনিবারও আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। শনিবারের মতোই পরিস্থিতি থাকবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।

এদিকে টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। একে তো কালিম্পং, সিকিম ও ভুটানে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে যোগ হয়েছে গজলডোবা ব্যারেজের জল ছাড়া। দুইয়ে মিলে কার্যত ফুঁসছে তিস্তা। শুধু তিস্তাই নয়, পাশাপাশি তোর্সা, জলঢাকা, রায়না সহ একাধিক নদীও ভয়াবহ আকার নেওয়ার জায়গায় দাঁড়িয়ে। বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল ঢুকে জনজীবন কার্যত বিপর্যস্ত।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও (South bengal weather update) শীঘ্রই বর্ষা ঢুকবে বলে আশা করা হচ্ছে। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহবিদদের। ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আগামী সপ্তাহের মাঝামাঝি বর্ষা (Monsoon) ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিলোত্তমায়। তবে তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখীই। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে চলবে তাপপ্রবাহ। দুপুরের পর অবশ্য হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

লাগাতার বৃষ্টিতে ডাইভারশন ভেঙে বিপত্তি কিশনগঞ্জে, বন্ধ যান চলাচল

0
কিশনগঞ্জ: লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। কিশনগঞ্জ জেলায় গত কয়েকদিন ধরেই লাগাতার মুষলধারে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে, নেপালের তরাই এলাকাতেও অবিরাম বৃষ্টি চলছে। সীমান্তের এপারে...

UEFA Euro Cup 2024 | চোখে চোখ রেখে লড়াই অস্ট্রিয়ার, আত্মঘাতী গোলে জয় ফ্রান্সের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘটেনি অঘটন, ছিল না সহজ জয়। ১ গোলে জিতে ইউরো ২০২৪-এর যাত্রা শুরু করল ফ্রান্স। বিশ্বকাপের রানার্স দলের শুরুটা ভালো...

Bollywood Actress | আলিয়া-কঙ্গনা নন, আয়ের নিরিখে সকলকে ছাপিয়ে শীর্ষস্থানে কোন অভিনেত্রী?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে কৌতূহলের শেষ নেই আমজনতার। সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৪ সালে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত (Highest paid) বলিউড অভিনেত্রীর (Bollywood...

Post-Poll Violence Report | ভোট মিটতেই একের পর এক অশান্তি! কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন (2024 Loksabha Election) মিটতেই একের পর এক অশান্তি ও হিংসার অভিযোগ সামনে এসেছে। মঙ্গলবার ভোট পরবর্তী হিংসা ও...

Cylinder blast | ছাঁট লোহার কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম ৪

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছাঁট লোহার কারখানা ও গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ (Cylinder blast)। জখম হলেন অন্তত ৪ জন। হাওড়ার (Howrah) বেলুড়ের ভিক্টোরিয়া মার্কেটে...

Most Popular