উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : চলতি সপ্তাহে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দার্জিলিংয়ে হালকা তুষারপাতও হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে, গত সপ্তাহে অল্পবিস্তর ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। তবে সোমবার থেকেই মেঘ কেটে গিয়ে দেখা মিলেছে ঝলমলে রোদের। আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং সপ্তাহান্তে তাপমাত্রা বাড়তে পারে।