Monday, July 1, 2024
HomeMust-Read NewsWest bengal weather update | বৃষ্টি কমবে বঙ্গে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী...

West bengal weather update | বৃষ্টি কমবে বঙ্গে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে বৃষ্টি হলেও বিক্ষিপ্তভাবে কিছু এলাকা ছাড়া এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। পরিবর্তে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই পরিস্থিতিতে আবহাওয়া (West bengal weather update) নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সমস্ত এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই ঢুকে পড়েছে। তবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় প্রবেশ করেনি। সেক্ষেত্রে আগামী বুধ-বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু।

উত্তরবঙ্গের (North bengal weather update) দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গে। তবে মঙ্গলবার ও বুধবার ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরের উপরের দিকের পাঁচ জেলায়। তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। বৃহস্পতি ও শুক্রবার একইভাবে বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এই দুই পার্বত্য জেলায়।

এদিকে দক্ষিণবঙ্গে (South bengal weather update) এখনও সেভাবে বৃষ্টির দেখা নেই। তারওপর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমবে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। মঙ্গল-বুধবার থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Jalpaiguri | সরকারি জমি জবরদখল রুখতে বসল সাইনবোর্ড

0
নাগরাকাটা: পড়ে থাকা সরকারি জমিতে (Govt Land) সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) নাগরাকাটায়। সোমবার এলাকার দুটি জায়গায় সাইনবোর্ড লাগিয়ে...

Pigeon Racing | আজও পায়রা দৌড়ের আয়োজন করেন রায়গঞ্জের রাজকুমার, কীভাবে হয় এই দৌড়?

0
রায়গঞ্জ: রাজ্যের বিভিন্ন জায়গায় আজও শোনা যায় অভিনব পায়রা দৌড়ের কথা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলায় পায়রা দৌড়ের চল আছে। রায়গঞ্জ শহরে আগে মাঝেমধ্যে...

Leopard Fear | এলাকায় ঘুরছে চিতাবাঘ! পায়ের ছাপ দেখে আতঙ্কে কাঁটা গ্রাম

0
নীলাংশু চক্রবর্তী, উছলপুকুরি: অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক (Leopard Fear) ছড়াল বাসিন্দাদের মধ্যে। ঘটনাকে ঘিরে রীতিমতো ঘুম উড়েছে কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জ (Mekhliganj)...

Chopra Assault Case | ‘ঘৃণাভাষণ’ দেওয়ার অভিযোগ! চোপড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ শংকরের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় (Chopra Assault Case) ‘ঘৃণাভাষণ’ দিয়েছেন তৃণমূলের বিধায়ক (TMC MLA) হামিদুল রহমান (Hamidul Rahman)। এই অভিযোগে শিলিগুড়ি...

Elephant attack | হাতির হানা অব্যাহত নাগরাকাটায়, ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি

0
নাগরাকাটা: হাতির হানা অব্যাহত নাগরাকাটায়। শনিবারের পর রবিবার গভীর রাতেও দলছুট হাতি তাণ্ডব চালায় সুখানি বস্তিতে। এলাকার বাবুলাল ওরাওঁ এবং সুনীল সাঁওতালদের দুটি বাড়ি...

Most Popular