উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবহাওয়া দপ্তরের পূর্বাবাস বলছে, শনিবার বিকেলেই তামিলনাড়ুর (Tamilnadu) উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’। তার প্রভাব কতটা পড়বে বঙ্গে? আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। উপকূলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যের চার জেলায়। শনি ও রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) জেলাগুলিতে খানিকটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিন থেকে দক্ষিণের তিন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের শুরুর দিকে পারদ আবার নামতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal Weather Update) কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদায় কুয়াশার সম্ভাবনা বেশি।