উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে (North Bengal Weather Update) আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড়সড়ো পরিবর্তন হবে না। আকাশ মূলত পরিষ্কার থাকবে। পার্বত্য এলাকায় দু’এক জায়গায় হালকা কুয়াশা দেখা যেতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে। তবে সপ্তাহের মাঝে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। সপ্তাহের মাঝে সামান্য কমলেও উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা। রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।