উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পড়ছে শীতে (Winter)। ফের আটকে যাবে উত্তুরে হাওয়া। বাড়বে পুবালী হাওয়ার দাপট। পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীতে কাঁটা হতে পারে এই ঝঞ্ঝা। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে ফের ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। শনিবার ঘন কুয়াশায় দৃশ্যমানতা উত্তরবঙ্গের দার্জিলিং সহ চার জেলায় ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মরশুমে এই প্রথম দার্জিলিংয়ের তাপমাত্রা বৃহস্পতিবার নেমে গেল শূন্যতে। গতকাল শৈলরানির সর্বনিম্ন তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড। এরই মাঝে সোমবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal Weather Update) পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের উঁচু এলাকায়। যার প্রভাব পড়বে সমতলেও। শনিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের অন্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। বৃষ্টি হবে কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।
অন্যদিকে, শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) বিভিন্ন জেলায়। সকালের দিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি। শনিবার আরও বাড়বে কুয়াশা। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।