উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝে ক’দিন স্বস্তির বৃষ্টি হয়েছে বঙ্গে। ফলে তীব্র গরম থেকে কিছুটা রেহাই পেয়েছিল বঙ্গবাসী। ফের পারদ চড়তে শুরু করায় বাড়ছে গরম, অস্বস্তিও। এই পরিস্থিতিতে আবহাওয়া (West bengal weather update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
রাজ্যের সাত জেলায় তাপপ্রবাহের (Heatwave) সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার উইকেন্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার উত্তরবঙ্গের তিন ও দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের (North bengal weather update) পাহাড়ি এলাকাতেও গরম ও অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা আরও বাড়বে। রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তি থাকবে। তারপর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। মালদায় থাকবে গরম ও অস্বস্তি। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও গরম ও অস্বস্তি থাকবে। এরপর বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South bengal weather update) বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে রবিবার পর্যন্ত।
এদিকে আগাম বর্ষা ঢুকছে আন্দামানে। জুন মাসের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহে বাংলায় বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিনদিন আগে। একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে অর্থাৎ ৩১ মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা মে মাসের ২০ তারিখের পর। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘রেমাল’। ওমানের দেওয়া এই নাম। আরবি ভাষায় যার অর্থ বালি।