সানি সরকার, শিলিগুড়ি: টানা কয়েকদিন গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা। বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের জেরে মেঘ শূন্য হয়ে পড়েছিল উত্তরবঙ্গের আকাশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তাপমাত্রায় শুক্রবার সমস্ত রেকর্ড ভেঙে ভেঙে দেয় শিলিগুড়ি। পারদ ৩৯.৭ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গড়ে সর্বকালের নতুন রেকর্ড।
৩৮.৬ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায় জলপাইগুড়ির তাপমাত্রাও। যা ভেঙে দেয় ১৯৮৭ সালের ৪ সেপ্টেম্বরের রেকর্ড। রেকর্ড না গড়লেও উত্তরবঙ্গের বাকি এলাকাগুলিও গরমে কাহিল হয়েছে। জোড়া নিম্নচাপের জন্য এমন পরিস্থিতি, বক্তব্য আবহবিদদের। বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি আছড়ে পড়লেই ফের বৃষ্টি শুরু হবে, পূর্বাভাস ছিল। আর সেইমতোই শুক্রবার মাঝরাতেই শুরু হয়েছে বৃষ্টি। যা অব্যাহত শনিবারও। আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর (West Bengal Weather Update)। তাদের পূর্বাভাস, এদিন দিনভর বৃষ্টি (Rain) হবে উত্তরবঙ্গে (North Bengal Weather Update)। মালদা থেকে কোচবিহার, সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে টানা কয়েকদিনের অসহনীয় গরমের পর বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।
অন্যদিকে, বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather Update)। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।