উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বুদ্ধদেব সাউ। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিতে কিভাবে বদল আনা যায়, সেই লক্ষ্যেই দায়িত্ব গ্রহণের পরেই সোমবার দুপুরে বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠকে বসেন তিনি। র্যাগিং রুখতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়ার কথা উঠে এসেছে বৈঠকে এমনটাই জানান বুদ্ধদেব বাবু। ঠিক হয়েছে, র্যাগিং রুখতে স্নাতক স্তর থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সমস্ত পড়ুয়াদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবে অ্যান্টি র্যাগিং কমিটি। এছাড়া যে সমস্ত অধ্যাপকরা ছাত্রছাত্রীদের মেন্টর হিসেবে কাজ করেন তাঁদের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে। শুধু পড়ুয়া নয়, কথা বলা হবে অভিভাবকদের সঙ্গেও। পাশাপাশি অ্যান্টি র্যাগিং কমিটিকে আরও সজাগ থাকতে বলে হয়েছে। এরকম ঘটনা ঘটলে বিষয়টি নিয়ে বিভিন্ন এনজিওর থেকে সাহায্য নেওয়া হবে বলে জানান উপাচার্য। অ্যান্টি র্যাগিং কমিটির এমন সদস্য, যারা বিশ্ববিদ্যালয়ের ২ কিলোমিটারের মধ্যে থাকেন, তাদের ফোন করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে হবে। পড়ুয়াদের সামগ্রিক নিরাপত্তা আরও জোরদার করা হবে।
যাদবপুর কান্ডের পর থেকে যেভাবে বারবার সিসিটিভির প্রসঙ্গ উঠে আসছে, তা নিয়ে উপাচার্য বলেন, অঙ্ক এবং ভূগোল বিভাগের বিল্ডিংয়ের প্রতি ফ্লোরে সিসিটিভি রয়েছে বলে জানিয়েছেন তিনি। হস্টেলের প্রতি বিল্ডিংয়ের প্রবেশ পথে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করিডোরে কবে লাগানো হবে সিসিটিভি তা ভেবে দেখা হবে বলে মত উপাচার্যের। এছাড়াও হস্টেলের আবাসিকদের জন্য আইডি কার্ড চালু এবং গেটে লগবুক রাখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে গত ৪ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ে। নির্বাচন যাতে দ্রুত করা যায় সেবিষয়ে সরকারকে জানানোর কথা বলেছেন বুদ্ধদেব সাউ।