মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

‘ত্রিপুরায় বিজেপি যা করছে পশ্চিমবঙ্গে তৃণমূল সেটাই করছে’, দাবি মানিক সরকারের

Date:

বর্ধমান: ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনও ফারাক নেই। বিজেপি ত্রিপুরায় যা করছে তৃণমূল পশ্চিমবঙ্গে তাই করছে।‘ শুক্রবার বর্ধমানে প্রয়াত সিপিএম নেতা নিরুপম সেনের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তিনি বলেন, ‘এখানে পার্টি ১০-১২ বছর ধরে লড়াই করছে। বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে আলোচনা করব। বুথ ভিত্তিক কমিটি তৈরির উপর কর্মীদের জোর দিতে হবে।‘

তিনি আরও বলেন, ‘দিল্লির অশোকা হলে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে একজন সরাসরি প্রস্তাব করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেই জোটের প্রধানমন্ত্রীর মুখ করা হোক। সেই প্রস্তাব তৎক্ষণাৎ সমর্থন করেন আরও একজন। কারণ তিনি দলিত সম্প্রদায়ের মুখ। যদিও খাড়গে নিজেই আপত্তি জানিয়ে বলেন, এখন এটা আদৌ বিবেচ্য নয়। জোটের ‘পাখির চোখ’ হওয়া উচিত লোকসভা ভোটে বিজেপিকে হারিয়ে জয়লাভ করা।’

বর্ষীয়ান সিপিএম নেতা বলেন, ‘২৮টি দলকে এক জায়গায় নিয়ে আসা যেমন লড়াই, তেমনি ২৮টি দলকে এক জায়গায় রাখাটাও লড়াই। যারা থাকতে চাইছেন না, তাদের জোর করে রাখা যাবে না।‘

শুক্রবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে প্রয়াত সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই স্মরণসভায় মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, জেলা সম্পাদক সৈয়দ মহম্মদ হোসেন সহ একাধিক জেলা সিপিএমের নেতৃত্ব।

এই নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘সিপিএমকে রাজ্যের মানুষ রাজ্য থেকে বিতাড়িত করেছে। লোকসভা  কি বিধানসভাতেও সিপিএমের কোনও প্রতিনিধি নেই। তাই তাদের বিষয়ে বেশি কিছু না বলাই শ্রেয়।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

RG Kar Corruption Case | শীঘ্রই আরজি কর দুর্নীতি মামলায় বড় চার্জ গঠন! কী বলল হাইকোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর আর্থিক দুর্নীতি মামলায়...

Suvendu Adhikari | মঙ্গলেই ‘অমঙ্গল’ শুভেন্দুর! বিরোধী দলনেতার বিরুদ্ধে জারি হল স্বাধিকার ভঙ্গের নোটিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন...

NH 10 | গড়করির কথায় আশার আলো, দু’লেনের হবে সিকিমের লাইফলাইন

সানি সরকার, শিলিগুড়ি: ডানপাশে সবুজ তিস্তা এবং বাঁ পাশে...

Sujay Krishna Bhadra | ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিন, শর্ত বেঁধে দিল হাইকোর্ট

কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে...