ডিজিটাল ডেস্ক: ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে হঠাৎই ইস্তফা দিলেন বিপ্লব দেব (Biplob Deb)। সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের ডাকে দিল্লি গিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি জে পি নাড্ডা ও অমিত শাহের সাথে সাক্ষাৎ করেন। জানা যাচ্ছে, দিল্লিতেই বিপ্লব দেবকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে দায়িত্ব ছাড়ার পর বিপ্লব দেব জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তিনি সংগঠনের কাজ দেখবেন এবার। একইসাথে তিনি বলেন, সংগঠন থাকলে তবে দল থাকবে। প্রসঙ্গত, আর ১০ মাস পর ত্রিপুরায় ভোট। তার আগে বিপ্লব দেবের মুখ্যমন্ত্রীত্ব ছাড়া রাজনৈতিক জগতে যথেষ্ট চাঞ্চল্যকর।
বিজেপির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগড়ে দিলেন অর্জুন সিং, উঠে এল মহারাষ্ট্র ইস্যু
ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে শিবসেনার পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।...
Read more