ডিজিটাল ডেস্ক : মুখ্যমন্ত্রীর সাহিত্য আকাদেমী পুরস্কার পাওয়া নিয়ে বিগত কয়েকদিন যাবৎ ব্যাপক চর্চা চলছে। পক্ষে-বিপক্ষে নানান মতামত পাওয়া যাচ্ছে সর্বত্র। একই সাথে বিরোধীদের পক্ষ থেকে করা হচ্ছে তীব্র কটাক্ষ। এবার যেমন ময়দানে নামলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পূর্ব মেদিনীপুরের এগরায় চায়ে পে চর্চা আসরে উঠে এল যথারীতি মুখ্যমন্ত্রীর সাহিত্য আকাদেমী পুরস্কার পাওয়া প্রসঙ্গ। এবং সেই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandhopadhyay) বাংলা সাহিত্য আকাদেমী পুরস্কার দিয়ে রীতিমত অপমান করা হল। মুখ্যমন্ত্রীর নোবেল পাওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা, প্রতিভা আছে। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই কথা যে তীব্র শ্লেষমিশ্রিত, তা বুঝতে কোন অসুবিধা হবার কথা নয়। যদিও দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের পক্ষ থেকে।
আরও পড়ুন : হঠাৎই শুক্রবার রাজভবনে বৈঠকে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী