Breaking News

‘পশ্চিমবঙ্গ-বিহার-রাজস্থানের ঘটনা মণিপুরের অজুহাত হতে পারে না’, বিজেপিকে বিঁধলেন চিদম্বরম

নিউজ ব্যুরো: ‘মণিপুরে সরকার বলে কিছু নেই, কেন্দ্রীয় সরকার স্বেচ্ছায় কোমায় চলে গিয়েছে।’ কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্যে তোপ দেগে রবিবার এমনই মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম।

গত দুমাসেরও বেশি সময় ধরে জ্বলছে মণিপুর। মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ১৫০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। সম্প্রতি উত্তর-পূর্বের রাজ্যটিতে দুই মহিলাকে গণধর্ষণ ও তাঁদের বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেটির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই উঠেছে নিন্দার ঝড়। বিষয়টি নিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার নিন্দা করতে গিয়ে কংগ্রেস শাসিত রাজস্থান এবং ছত্তিশগড়ের নামও করেছিলেন প্রধানমন্ত্রী। পরে তাঁর দল বিজেপি যোগ করে পশ্চিমবঙ্গ এবং বিহারের নামও। রবিবার এই ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দিলেন চিদম্বরম।

বিজেপির সমালোচনার জবাবে তিনি মন্তব্য করেছেন, মণিপুরে সরকার বলে কিছু নেই। আর কেন্দ্রের সরকার স্বেচ্ছায় কোমায় চলে গিয়েছে। টুইটে চিদম্বরম বলেছেন, ‘স্বীকার করা যাক যে বিহার, পশ্চিমবঙ্গ এবং রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে। কিন্তু মণিপুরে ধারাবাহিক হিংসার ঘটনা আড়াল করতে সেটা কোনও অজুহাত হতে পারে কি?‘

২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’ গঠনের পর চিদম্বরমের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহল মনে করছে, এই মন্তব্যের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা ও জোট ধর্ম পালেনের থাকার বার্তা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা।

রবিবার চিদম্বরম বলেন, ‘ইম্ফল উপত্যকায় কুকিরা কি অবশিষ্ট আছে? চূড়াচাঁদপুর এবং মণিপুরের অন্য পার্বত্য জেলায় কি মেইতেইরা অবশিষ্ট আছে?’ তাঁর প্রশ্ন, ‘এই মণিপুরের সঙ্গে বিহার, পশ্চিমবঙ্গ এবং রাজস্থানের পরিস্থিতির কীভাবে তুলনা করা যেতে পারে? কেন্দ্রীয় সরকার কেবল অযোগ্য এবং পক্ষপাতদুষ্টই নয়, তাদের এই তুলনা টানার চেষ্টা হল নির্মমতা।’ মণিপুরে যা ঘটছে তা ক্ষমা করা যায় না বলে এদিন মন্তব্য করেন কংগ্রেস নেতা।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Raiganj University | বিধি না মেনে কাজ! রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্টে দুর্নীতির ইঙ্গিত

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এই প্রথম অডিট শুরু হয়েছে। ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু…

4 mins ago

Mamata Banerjee | ‘মোদির শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল’, স্পষ্ট জানালেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকাল, রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি(Narendra…

48 mins ago

Samsi | বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত আরপিএফ কর্মী, জখম আরও ১

সামসী: বিদ্যুতের তার থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক আরপিএফ(RPF) কর্মীর। পাশাপাশি আরেক আরপিএফ কর্মী…

1 hour ago

Ghoksadanga | বিজেপি ও তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ, সরগরম ঘোকসাডাঙ্গা

ঘোকসাডাঙ্গা: তৃণমূল কংগ্রেস(TMC) ও বিজেপির(BJP) দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পালটা অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল মাথাভাঙ্গা…

2 hours ago

T20 World Cup | নিরাপত্তার বহরে বাইডেনের থেকেও এগিয়ে ভারত-পাক ম্যাচ

নিউজ ব্যুরো: রবিবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)।…

2 hours ago

TMC | সংসদীয় কমিটিতে কাকলি-সাগরিকাকে বিশেষ গুরুত্ব মমতার, সুদীপ-কল্যাণ কোন দায়িত্বে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার সংসদীয় কমিটি সাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন লোকসভা…

3 hours ago

This website uses cookies.