PM Narendra Modi | ‘ঘরে ঢুকে মারব’, আদমপুর থেকে পাকিস্তানকে আর কি বললেন নমো?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘যতবার পাকিস্তানে আশ্রয় নেবে জঙ্গিরা, ততবারই পাকিস্তানে ঢুকে জঙ্গিদের সমূলে তুলে ফেলবে ভারত।’ মঙ্গলবার আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে ফের একবার পাকিস্তানকে (Pakistan) খুব সহজ ভাষায় ভারতের উদ্দেশ্য বোঝালেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। অপারেশন সিঁদুররের সাফল্যের পর এই নিয়ে দ্বিতীয়বার পড়শি দেশের জন্য নমোর বার্তা, জঙ্গিদের জায়গা দিলে ভারত বুঝে নেবে।

ছবি এক্স থেকে

সোমবার রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে কার্যত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘জল ও রক্ত একসঙ্গে বইবে না।’ আজ ফের একবার পড়শি দেশকে মনে করালেন, জঙ্গিদের স্থান দিলে ভারত ছেড়ে কথা বলবে না। আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে তাঁর সাফ কথা, ‘আমরা ঘরে ঢুকে জঙ্গিদের মারব। ওদের বাঁচার একটাও সুযোগ দেব না। ভারতীয় সেনা, বায়ুসেনা আর নৌসেনা পাকিস্তানি সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছে, পাকিস্তানে এমন কোনও স্থান নেই যেখানে বসে জঙ্গিরা বসে স্বস্তির নিশ্বাস নিতে পারবে।’

এরপর বায়ুসেনার (Punjab Airbase) উদ্দেশে তাঁর আরও সংযোজন, ‘আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। কিন্তু পাকিস্তান ষড়যন্ত্র করে আমাদের হামলা আটকাতে যাত্রীবাহী বিমানকে ঢাল করে। যাত্রীবাহী বিমানকে বাঁচিয়ে আপনারা যেভাবে অপারেশন চালিয়েছেন সেটা অত্যন্ত কঠিন ছিল। তা সত্ত্বেও আপনারা সফল হয়েছেন।’ পাকিস্তান যে আদমপুর বিমানঘাঁটি ধ্বংস করার দাবি করেছিল, এদিন সেই বিমানঘাঁটিতে গিয়েই

ছবি এক্স থেকে

বায়ুসেনাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন মোদি। পাশাপাশি ভারতের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কে ধ্বংস করার দাবি করেছিল পাকিস্তান, সেই এস ৪০০ বা সুদর্শন চক্রকে পেছনে রেখেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এতে বিশ্বের কাছে বার্তা একটাই, ভারতের কোনও ক্ষতি করতে পারেনি পাকিস্তান, পারবেও না।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Iran-Israel Conflict | চতুর্থ দিনে পা রাখল সংঘাত! ইরানে হামলার পেছনে কী লক্ষ্য ইজরায়েলের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ...

Ahmedabad Plane Crash | ঝলসে যাওয়া ৪৭ টি দেহ শনাক্ত ডিএনএ পরীক্ষায়, অপেক্ষায় প্রহর গুনছে বাকিদের পরিবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আগুনে ঝলসে...

Russia-Ukraine | আবারও রাশিয়ান ভূখণ্ডে আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন! মৃত ১, জখম ১৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাশিয়ান ভূখণ্ডে আবারও ড্রোন হামলা...

Gangarampur | বালিশ চাপা দিয়ে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন! গঙ্গারামপুর থানায় আত্মসমর্পণ মায়ের    

গঙ্গারামপুর : বিশেষভাবে সক্ষম নিজের মেয়েকে বালিশ চাপা দিয়ে...