ডিজিটাল ডেস্ক : বিজেপি এবং তৃণমূলের সম্পর্ক রাজ্যস্তরে কিরকম, তা সবারই জানা। কিন্তু এবার রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম দিলীপ ঘোষকে নিজের বন্ধু বলে বক্তব্য রাখলেন। প্রসঙ্গত, দিলীপ ঘোষ বাংলার বাইরে অন্য রাজ্যের সংগঠনের দায়িত্ব পেয়েছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, তাঁকে বাংলায় কোন দায়িত্ব দেওয়া হয়নি। আর তাই নিয়েই শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, দিলীপ ঘোষের জন্য দুঃখ হয়। তাঁর বন্ধু দিলীপ ঘোষের প্রতি অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেন ফিরহাদ। পাশাপাশি তিনি জানিয়েছেন, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত। রাজ্য না ছাড়ার বার্তা দিয়েছেন দিলীপ ঘোষকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। তবে পাল্টা দিলীপ ঘোষ জানিয়েছেন, তৃণমূলের দুই নেতা যে তাঁর শুভানুধ্যায়ী, তাঁরা যে তাঁকে নিয়ে এত চিন্তিত, তা তিনি নিজেও জানতেন না। তবে কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিমকে দিলীপ ঘোষ পাল্টা বার্তা দিয়ে জানিয়েছেন, তিনি বেশিরভাগ সময় বাংলাতেই থাকবেন। তবে সংগঠনের যে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। মনে করা হচ্ছে, দিলীপ ঘোষের নতুন দায়িত্ব নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তাতে নতুন করে বিতর্ক উস্কে দিলেন কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম।
বিজেপির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগড়ে দিলেন অর্জুন সিং, উঠে এল মহারাষ্ট্র ইস্যু
ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে শিবসেনার পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।...
Read more