উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার ২০দিন পার। এতগুলি দিন পেরিয়ে গেলেও এখনো সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি যাদবপুরে। এনিয়ে মঙ্গলবার বুদ্ধদেব সাউ বলেন, ‘‘আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান, আমরা তো আর সিসি ক্যামেরা লাগাতে পারি না।’
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোথায় কোথায় ক্যামেরা বাসানো হবে তা গত বুধবার জানিয়েছিলেন উপাচার্য। এদিন তার কাছে জানতে চাওয়া হয়, ওয়েবেল কেন ক্যামেরা বসানো নিয়ে টালবাহানা করছে? এর জবাবে তিনি বলেন, ‘‘ওয়েবেলের মতো নামী সংস্থা টালবাহানা করবে কি করবে না বা করছে কি করছে না সেটা তো আমাদের দেখার কথা নয়। জরুরি পরিস্থিতিতে আমরা একটি কাজের দায়িত্ব দিয়েছি। আর একটি নামী সংস্থাকেই দায়িত্ব দিয়েছি। তার ওপর সেই সংস্থা সরকারের। আমরা বলেছিলাম যত দ্রুত সম্ভব করতে হবে। এর পর আর আমরা কী করতে পারি?’’ উপাচার্যের এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে তাহলে কি সরকারি সংস্থার পক্ষ থেকে অসহযোগিতা করা হচ্ছে? নাকি উপাচার্য আদৌ ক্যামেরা বসানোর টেন্ডার দিয়েছেন? উপাচার্য এ প্রশ্নের জবাব সরাসরি দেননি।
যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার পর থেকেই ক্যাম্পাসে সিসিক্যামেরা বসানো নিয়ে সমাজের বিভিন্নস্তর দাবি উঠেছিল।আর এনিয়ে বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই নতুন উপাচার্য ঘোষণা করেন, ক্যাম্পাসে ‘সিসিক্যামেরা বসানোর প্রক্রিয়া’ শুরু হয়ে গিয়েছে। ঘোষণার ছয়দিন পেরিয়ে গেলেও ক্যামেরা বসানো তো দূর, উপাচার্যকে ক্যামেরার কথা জিজ্ঞেস করা হলে হঠাৎ সুর বদল করলেন তিনি।সুতরাং এতবড় ঘটনার পরও যদি টনক না নড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাহলে সত্যি চিন্তার।