উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘মুন্নাভাই-৩’-এর শুটিং কবে থেকে শুরু হবে, তা নিয়ে বহুদিন থেকেই জল্পনা চলছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যেখানে সঞ্জয় দত্তকে কমলা রঙের শার্ট পরে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে শুটিং সেটে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে রয়েছেন আর্শাদ ওয়ারসিও। এরপরই জল্পনা ছড়িয়েছে যে, শীঘ্রই মুক্তি পাবে ‘মুন্নাভাই-৩’।
সম্প্রতি আর্শাদ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমাদের একজন পরিচালক আছেন যিনি ‘মুন্নাভাই-৩’ তৈরি করতে চান, একজন প্রযোজকও এই ছবি তৈরি করতে চান, দর্শকও তৈরি এই ছবি দেখতে প্রস্তুত, অভিনেতারাও অভিনয় করতে প্রস্তুত, তবুও ছবিটি হচ্ছে না।’ সূত্রের খবর, এখনও এই ছবির স্ক্রিপ্টের ওপর কাজ করছেন রাজকুমার হিরানি। স্ক্রিপ্ট ফাইনাল হয়ে গেলেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক।
অন্যদিকে, সঞ্জয় দত্ত ও আর্শাদ ওয়ারসিকে দেখা যাবে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এ। ২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।
Reunion of #SanjayDutt #ArshadWarsi and #RajKumarHirani what does people say ??
Is it Munna Bhai 3 Making 🔥 pic.twitter.com/jFUHufgNee— SajalSharma_1999🔥 (@khiladiFan99) September 14, 2023