সুশান্ত ঘোষ, মালবাজারঃ দুই দাঁতালের লড়াই! রণাঙ্গন বলতে মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেতগুড়ি চা বাগানের ২৫ নং সেকশনের পাশে চেল নদীর চর এলাকা। জানা গেছে, মঙ্গলবার বিকেলে খাদ্য ও এলাকা দখলের লড়াইয়ে জড়িয়ে পড়ে দুই দাঁতাল। কখনও কয়েক পা পিছিয়ে পরষ্পরের দিকে ছুটে আসে, মাথা,শুঁড় দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করতে দেখা যায় দু’জনকেই। ধুলোয় ঢেকে যায় চারপাশ। ঘটনাস্থলের পাশেই তারঘেরা বনাঞ্চল। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝেই দুই দাঁতালের লড়াই দেখতে ভিড় জমে যায় উৎসুক স্থানীয় বাসিন্দাদের।
এলাকার বাসিন্দারা জানান, মাঝেমধ্যেই হাতির দলের আনাগোনা এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। তারঘেরা এবং ডামডিম অঞ্চল আগাগোড়াই হাতিদের বিচরণের অত্যন্ত প্রিয় এলাকা। কারণ প্রাকৃতিক খাদ্যসম্ভারে ভরা এই অঞ্চল। তাই এলাকার মুখিয়া হওয়ার জন্য দাঁতালগুলো মাঝেমধ্যেই নিজেদের মধ্যে লড়াই করে থাকে। কিছু ক্ষেত্রে গুরুতর আহত হলেও আজকের এই লড়াইয়ে কোন হাতি আহত হয়নি বলে,বনদপ্তর সূত্রে খবর।