আসানসোল: আবারো এক ঘটনা। মৃতদেহের ছড়িয়ে পড়ে থাকা ছিন্নভিন্ন অংশ নিয়ে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার সঙ্গে রেল পুলিশের বিরোধ বাধল। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সেই বিরোধের কোন নিষ্পত্তি না হওয়ায় ঐ মৃতদেহর ছিন্নভিন্ন অংশগুলো তুলে নিয়ে গিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয় নি বলে জানা গেছে।জানা গেছে, রবিবার ভোরে সালানপুর থানার রুপনারায়নপুর এলাকার বাসিন্দারা রূপনারায়ণপুর রেল ব্রিজের কাছে শৌচকর্ম করতে গিয়ে জঙ্গলের মধ্যে প্রথমে হাত, পা কাটা ও মুন্ডুহীন একটি দেহ দেখতে পান। তার থেকে প্রায় ১৫/২০ ফুট দূরে বস্তার মধ্যে একটি কাটা পা তারা পড়ে থাকতে দেখেন। আবার সেখান থেকেই প্রায় ২০০ মিটার দূরে রেল লাইনের উপরে একটি লালচে জামার অংশ এবং একটি কাটা হাতের টুকরো পড়ে থাকতে দেখেন তারা। বিষয়টি সঙ্গে সঙ্গে তারা পুলিশকে জানান। প্রথমে সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ এলাকায় আসে। তারপর খবর পেয়ে সেখানে রেল পুলিশও আসে। রেল পুলিশ জানিয়ে দেয় রেল এলাকার বাইরের যে দেহ পড়ে আছে সেটি রাজ্য পুলিশের এলাকার মধ্যে পড়ে। এরপর ঘন্টা দুয়েক তারা নানাভাবে নিরীক্ষণ করে ছবি তুলে চলে যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাইরে থেকে কাউকে নৃশংসভাবে খুন করে রেললাইনে ও দূরের জঙ্গলে এনে ফেলে দেওয়া হয়েছে। যাতে কোনও মতেই চিনতে না পারা যায়। সালানপুর থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে রেল পুলিশের সঙ্গে তারা বিষয়টি নিয়ে কথা বলছেন। পাশাপাশি তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে, এদিনই চিত্তরঞ্জন ও রূপনারায়নপুর স্টেশনের মাঝখানে কানগুইয়ের কাছে রেললাইনে এক যুবতীর দেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অজ্ঞাতপরিচয় ওই মৃত যুবতীর বয়স আনুমানিক ৩০ বছর। প্রাথমিক তদন্তের পরে রেল পুলিশের অনুমান, কোন চলন্ত ট্রেন থেকে পড়ে ঐ যুবতী মারা গেছে।
আরও পড়ুন : খেলতে বেরিয়ে নিখোঁজ নাবালক, পরদিন মিলল রক্তাক্ত দেহ