Thursday, April 25, 2024
HomeবিনোদনThe Kerala Story : সাধারণ ভাবনাকেও নাড়িয়ে দেবে বিতর্কিত এই সিনেমা

The Kerala Story : সাধারণ ভাবনাকেও নাড়িয়ে দেবে বিতর্কিত এই সিনেমা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেয়েরা হঠাৎই হারিয়ে যায় নিখোঁজের দেশে। কেউ বা ধর্মান্তরিত হয়ে যান। এমন বহু ঘটনার সাক্ষী রয়েছে ভারত। কেরাল থেকেও হাজার হাজার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনারই পিছনের কাহিনী নিজের সিনেমা ‘দ্যা কেরালা স্টোরি’ (The Kerala Story) তে তুলে ধরেছেন সুদীপ্ত সেন (Director of Kerala Story)।

ছবিতে দেখানো হয়েছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (ISIS) এ নিয়োগের জন্য কেরালা থেকে হাজার হাজার মেয়েকে ইসলামে ধর্মান্তরিত করার চিত্র। কেরালার বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩২ হাজার হিন্দু মেয়েদের কথার জালে ফাঁসিয়ে সন্ত্রাসী সংগঠনে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সেই সত্য ঘটনা অবলম্বনে বলিউডে তৈরি হয়েছে ‘দ্যা কেরালা স্টোরি’ (The Kerala Story)।

সিনেমায় অভিনয়ের কাজ করেছেন (The Kerala Story Star Cast Name) আদাহ শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen)। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদাহ শর্মা (Adah Sharma)। এছাড়াও বলিউডের একাধিক অভিনেত্রী অভিনয় করেছেন এই ছবিতে। বহু বিতর্কের পর ৫ মে সারা দেশে মুক্তি পেয়েছে (The Kerala Story Release Date) সিনেমাটি। দু’দিনে বক্স অফিসে (The Kerala Story Box Office) ভালো ব্যবসাও করেছে ‘দ্যা কেরালা স্টোরি’।

২০২২ সালে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন এই একই বিষয়ের ওপর একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। যার নাম ছিল ‘ইন দ্য নেম অফ লাভ’। পরিচালক সেই তথ্যচিত্রকেই বড় আকার দিলেন ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায়। প্রায় ৪০ কোটি টাকা (The Kerala Story Budget) খরচ করে এই সিনেমা নির্মাণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ছবিতে পরিচালক সুদীপ্ত সেন যেন দেখিয়েছেন, হিন্দু ও মুসলিমদের প্রত্যেক কথোপকথনের মধ্যেই লুকিয়ে রয়েছে ইসলামের স্বার্থ। আর তা দেখাতে গিয়েই সুদীপ্ত টেনে আনলেন মৃত্যুর পর নরক যন্ত্রণা, পাপ-পুণ্যের হিসেব ও ইসলামকে।

সিনেমায় আশিফা নামের এক মহিলা চরিত্র ইভটিজিং থেকে বাঁচতে হিজাবের কথাও বলেন, প্রত্যেক কথাতেই হিন্দু দেবদেবীদের প্রসঙ্গ তুলে ইসলামের তুলনা টানে। ছবিজুড়ে কেমন একটা ইসলামোফোবিয়া। কেমন যেন আতঙ্ক! এসবই খুব মোটা দাগের আকারে সাজিয়েছেন সুদীপ্ত। ‘দ্যা কেরালা স্টোরি’ ছবির মূল বিষয়, কেরালা থেকে প্রায় ৩২ হাজার মহিলাকে ইসলামে ধর্মান্তরিত করে আইএসআইএস-এ যোগদান করানো। এবং এর নেপথ্যে যে ষড়যন্ত্র চলে তাকেই সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন পরিচালক।

সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ‘দ্যা কেরালা স্টোরি’-র পরিচালক সুদীপ্ত সেন বলেন, ‘দীর্ঘ কয়েকমাস ধরে তথ্য ঘেঁটে তবেই এই ছবিটি তৈরি করেছি। কোনও প্রোডিউসর পাচ্ছিলাম না। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার পর আমার ধারণাই বদলে গিয়েছিল।’ প্রযোজক (The Kerala Story Producer) বিপুল শাহ বলেন, ‘কেরালা রাজ্যের বিরুদ্ধে আমাদের কোনও রাগ নেই। কোনও অবমাননাকর বিষয় দেখানো হয়নি সিনেমায়। এই সিনেমা সন্ত্রাসবাদীদের টার্গেট করে নির্মাণ করা হয়েছে। মুসলিমদের নয়। আমরা চাই কেরালার মুখ্যমন্ত্রীও এই ছবিটি দেখুন।’

শুধু হিন্দি নয়, আরও চারটি আঞ্চলিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। যদিও, প্রথমে ছবির প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে যথেষ্ট বিরোধিতা শুরু হয় কেরলে। এই ছবি বিদ্বেষমূলক বলেই সরব হয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ছবিকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়। তবে সুপ্রিম কোর্ট, মাদ্রাজ হাইকোর্ট এবং কেরল হাইকোর্ট এই ছবির মুক্তির উপর নিষেধাজ্ঞা জারির যাবতীয় আবেদন খারিজ করে দিয়েছে।

সূত্রের খবর, কোচি শহরে মাত্র একটি প্রেক্ষাগৃহ পেয়েছিল সিনেমাটি। অন্যদিকে, বেশকিছু মাল্টিপ্লেক্সে বাতিল করা হয় শো। তবুও প্রথম দিনেই ৮ কোটি টাকা আয় করেছে এই ছবি। দ্বিতীয় দিনে ছবির ব্যবসা দাঁড়িয়েছে ১১ কোটি ২২ লক্ষ টাকায়। শনিবার পর্যন্ত বক্স অফিসে মোট ১৯ কোটি ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছে ‘দ্যা কেরালা স্টোরি’ (The Kerala Story Box Office Collection)। অর্থাৎ দ্বিতীয়দিনে এই ছবির আয় (The Kerala Story Collection) বাড়ল প্রায় ৩৯.৭৩ শতাংশ।

প্রথম দু’দিনের নিরিখে ইতিমধ্যেই গত বছরের অন্যতম বিতর্কিত সিনেমা ‘দ্যা কাশ্মীর ফাইল্‌স’কে ছাপিয়ে গিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। টিজার ও ট্রেলার মুক্তির পর দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল ‘দ্যা কেরালা স্টোরি’ নিয়ে। কিছু কিছু জায়গায় ছবি মুক্তি আটকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিশেষত, কেরালার মুখ্যমন্ত্রী সে রাজ্যেই সিনেমা মুক্তি আটকানোর নির্দেশ দেয়। অন্যদিকে, এই সিদ্ধান্তের ঘোর বিরোধীতা করেছেন একাধিক বিজেপি নেতৃত্ব।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) খোদ এই সিনেমা দেখার কথা জানিয়েছেন। এমনকি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সে রাজ্যে ‘দ্যা কেরালা স্টোরি’র করমুক্ত করেছেন। পাশাপাশি, সকলকে ছবি দেখার নির্দেশ দিয়েছেন। মুক্তির পর থেকে ‘দ্যা কেরালা স্টোরি’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের বহু রাজনৈতিক নেতাই হুঁশিয়ারি দিয়েছিলেন সিনেমা হলে এই ছবি চললে তাঁরা সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাবেন।

আরও পড়ুন: ‘সাংবিধানিক সংকট হলে বসে থাকব না’, মন্তব্য রাজ্যপালের

এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে তামিলনাড়ুর সমস্ত মাল্টিপ্লেক্সে প্রদর্শন বন্ধের সিদ্ধান্তের দিকেই হেঁটেছে প্রশাসন। তামিলনাড়ুর সমস্ত মাল্টিপেক্সগুলিতে বন্ধ হয়ে গেল ছবিটির প্রদর্শন। তামিলনাড়ুতে এনটিকে নামে রাজ্যের এক রাজনৈতিক দল চেন্নাইয়ে বিক্ষোভ দেখায়। এরপর থেকে দক্ষিণী রাজ্যে বন্ধ হয়ে যায় ‘দ্যা কেরালা স্টোরি’র প্রদর্শন।

অন্যদিকে, নরেন্দ্র মোদি (Narendra Modi) এই ছবি প্রদর্শনের সমর্থনে বলেন, ‘সন্ত্রাসের জঘন্য সত্য সকলের সামনে তুলে ধরেছে ‘দ্যা কেরালা স্টোরি’। ওদের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে।’ এই ছবির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেসও। ছবির মুক্তি বন্ধের পাশাপাশি, প্রদর্শনী বন্ধেরও ডাক দেয় কংগ্রেস নেতৃত্ব।

পাশাপাশি, মোদি নিজের বক্তব্যের মাধ্যমে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে বলেন, ‘দ্যা কেরালা স্টোরি ছবিটি সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। এই সিনেমা সন্ত্রাসবাদের কুৎসিত সত্যকে দেখিয়েছে এবং সন্ত্রাসীদের পরিকল্পনা ফাঁস করেছে। এই ছবির বিরোধিতা করে পরোক্ষে কংগ্রেস এই সন্ত্রাসের পক্ষ নিচ্ছে। কংগ্রেস সন্ত্রাসবাদের উপর নির্মিত এই সিনেমার বিরোধিতা করছে এবং সন্ত্রাসী প্রবণতার পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস ভোট ব্যাংকের জন্য সন্ত্রাসকে ঢাল করেছে।’

আবার প্রধানমন্ত্রী কেরল হাইকোর্টকে ‘দ্য কেরালা স্টোরি’ ছবির মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন। ধর্মনিরপেক্ষ কেরল সমাজ ছবিটি যেমন, তেমনভাবেই গ্রহণ করবে বলে দাবি করেন। তিনি জানান, সিনেমাটি কল্পনা কিংবা ইতিহাস নয়, তা কীভাবে সমাজে সাম্প্রদায়িকতা এবং সংঘাত সৃষ্টি করবে?

আরও পড়ুন: বাংলায় চলবে না এই সিনেমা, ঘোষণা মমতার

যদিও, ছবির ট্রেলার সম্পূর্ণ দেখে কেরালা হাইকোর্টের মত, এই ছবি দেখানো হলে কিছুই হবে না। ছবিতে আপত্তিকর কী আছে? আল্লাহ একমাত্র ঈশ্বর বলার মধ্যে ভুল কোথায় আছে? এই দেশ নাগরিকদের নিজের নিজের ধর্মে ও ঈশ্বরে বিশ্বাস করার এবং তা ছড়িয়ে দেওয়ার অধিকার দেয়। ট্রেলারে আপত্তিকর কী আছে? কেরালায় নির্বাচনী প্রচারে গিয়ে এই ছবির সমর্থনেই কার্যত সুর চড়ান প্রধানমন্ত্রী মোদি।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দাবি, ‘দ্যা কেরালা স্টোরি’ ছবিটির মাধ্যমে সংঘ পরিবার তাঁদের রাজনৈতিক লক্ষ্য প্রচারের চেষ্টা করছে। কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, ছবিটির ট্রেলারে দেখানো হয়েছে, কেরালা থেকে ৩২ হাজার মহিলার ধর্মান্তকরণ করিয়ে নিয়ে সিরিয়া এবং আফগানিস্তানে আইএসআইএস (ISIS) এর প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।

কেরালাকে সন্ত্রাসবাদীদের সেফ হেভেন হিসেবে দেখানোর এই প্রোপাগান্ডা নিয়ে সরব হয়েছেন পিনারাই বিজয়ন। অন্যদিকে, কংগ্রেসের সাংসদ শশী থারুর বলেন, ‘এই ছবির অনেকটাই মিথ্যে। এর ফলে সংখ্যালঘু শ্রেণির মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে। এটা আপনাদের কেরালার স্টোরি, আমাদের কেরালার স্টোরি নয়।’

আবার কংগ্রেস নেতা ভিডি সাথীসান জানিয়েছেন, এই ছবি জুড়ে রয়েছে মিথ্যাচার। এটা পুরোপুরিভাবে আমাদের রাজ্য এবং একটি ধর্মের মানুষের অপমান। এর পিছনে রয়েছে সংঘের হাত রয়েছে। এদিকে, কেরালার মুসলিম বডির তরফে ঘোষণা করা হয়, ‘দ্যা কেরালা স্টোরি’ তে যা দেখানো হয়েছে, তার সত্যতা প্রমাণ করতে পারলে তাঁরা ১ কোটি ১১ লাখ টাকা দেবে।

সমালোচকদের মতে, ‘দ্য কেরালা স্টোরি’ একেবারেই প্রোপাগান্ডামূলক ছবি। যেখানে তথ্যের সমাহার অবশ্যই রয়েছে, তবে তা খুবই একপেশে। এমনকী, তা বড্ড নড়বড়েও। অভিনয়ের দিক থেকেও সবাই খুব একটা প্রভাব ফেলতে পারেননি। প্রথম থেকেই চরিত্রগুলোর চোখে মুখে একটা উৎকণ্ঠা। যেন ক্লাইম্যাক্স আগেভাগে জানা আছে তাঁদের। কেরালাবাসী বোঝানোর জন্য সংলাপ বলার কায়দায় সেখানকার উচ্চারণ ব্যবহার করা হয়েছে। যা বেশিরভাগ সময়ই আরোপিত মনে হয়।

সব মিলিয়ে ‘দ্যা কেরালা স্টোরি’ খুবই অযত্নে বানানো এক ছবি। চিত্রনাট্য থেকে অভিনয় কোনওদিকেই মুন্সিয়ানা দেখাতে পারে না এই ছবি। বরং বামশাসিত রাজ্য কেরালাকে বিপজ্জনক বলাই যেন এই ছবির মূল উদ্দেশ্য। তাই বিতর্কে এই ছবি এগিয়ে থাকলেও, ভালো সিনেমার মাপকাঠিতে ফেলাই যায় না। নিতান্তই মাঝারি মানের ছবি হয়ে দাঁড়িয়েছে ‘দ্যা কেরালা স্টোরি’।

‘দ্যা কেরালা স্টোরি’ নিয়ে বলিউড ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত বলেন, ‘আমি এখনও পর্যন্ত ছবিটি দেখিনি, তবে যা শুনেছি বেশ কিছু মানুষ ছবিটিকে ব্যান করার চেষ্টায় রয়েছে। যদি আমি কিছু ভুল বলে থাকি, তাহলে আমাকে শুধরে দেবেন নিশ্চয়ই। যা জানতে পেরেছি, হাইকোর্ট ছবিটিকে ব্যান হতে দেবে না বলেছে। আমার মনে হয়, ছবিটি কোনও বিদ্বেষ ছড়াচ্ছে না।

কঙ্গনার কথা, হাইকোর্ট যখন এটা বলেছে তখন আমার মনে হয় ঠিকই বলেছে। হ্যাঁ, আইএসআইএস একটি টেরোরিস্ট সংস্থা। এটা আমি বলছি না, বলছে আমাদের দেশ, হোম মিনিস্ট্রি এবং অন্যান্য দেশগুলি। ছবিটি এই আইএসআইএস-এর বিরুদ্ধে কথা বলছে। যাদের মনে হচ্ছে ছবিটি তাঁদের আঘাত করেছে, তাহলে তারা নিজেরাই সন্ত্রাসবাদী।‘

অন্যদিকে, ‘দ্যা কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী আদাহ শর্মা ও সুদীপ্ত সেনের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনাদের অভিনন্দন এমন এক সাহসী প্রচেষ্টার জন্য। একইসঙ্গে আপনাদের খারাপ খবরটি জানিয়ে রাখি, এখন থেকে আপনাদের জীবন আর আগের মতো থাকবে না। ভাবতে পারবেন না, এত ঘৃণা পাবেন সকলের কাছ থেকে। দমবন্ধ হয়ে আসবে। মাঝেমধ্যে ভাবনাচিন্তার শক্তি হারিয়ে যাবে, ভেঙে পড়বেন। কিন্তু মনে রাখবেন, যাঁরা ভার বহন করার ক্ষমতা রাখেন, ইশ্বর তাঁদেরই পরীক্ষা নেন।‘

বিবেক ট্যুইট করে আরও জানান, ‘দ্য কেরালা স্টোরি’ এর মতো ছবি মুক্তি পাওয়া সহজ কথা নয়। ‘বুদ্ধ ইন এ ট্রাফিক জ্যাম’, ‘দ্য তাসখন্দ ফাইলস’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির জন্য শারীরিক, মানসিক, সামাজিকভাবে নিগৃহীত হতে হয়েছে। এমনকি, আগামী ছবি ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’ এর জন্যও কটাক্ষের মুখে পড়তে হচ্ছে।’ বিবেকের কথায়, ‘ভবিষ্যতের জন্য স্বর্গ তৈরি করতে বর্তমানে নরকে বাস করতে হয়।’

 

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

বাঘে-হাতি-মানুষে এক ঘাটে জল খাবে কি?

0
  পঙ্কজ কুমার চট্টোপাধ্যায় সম্প্রতি মায়াপুরের ইসকন মন্দিরে দুই পোষা হাতি তাদের মাহুতকে আছড়ে মেরেছে। দুই মাহুতই রাভা সম্প্রদায়ের। এরা হয় উত্তরবঙ্গের বা অসমের বাসিন্দা।...

হিগস : নিজস্ব নিয়মে ব্যতিক্রমী বিজ্ঞানী

0
  অতনু বিশ্বাস কিংবদন্তি ব্রিটিশ পদার্থবিদ পিটার হিগস সম্প্রতি প্রয়াত হয়েছেন ৯৪ বছর বয়সে। আর পাঁচজন বিখ্যাত বিজ্ঞানীর তুলনায় হিগস কিন্তু ছিলেন বেশ আলাদা। বলা...

JDU | দুষ্কৃতীদের হামলা, ভোটের মধ্যেই নীতীশের দলের যুবনেতাকে গুলি করে খুন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের (Loksabha Election 2024) আবহেই খুন বিহারে। মাথায় গুলি করে খুন করা হল নীতীশ কুমারের (Nitish Kumar) দল জনতা...
seized teak wood worth lakhs of rupees

Smuggling | গভীর রাতে পাচারের চক বানচাল, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার সেগুন কাঠ

0
চালসা: সেগুন কাঠ পাচারের(Smuggling) ছক বানচাল করল  বন দপ্তর(Forest Department)। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোট গাড়ি সহ লক্ষাধিক টাকার মূল্যবান চোরাই...
weather update in west bengal

Weather Update | দক্ষিণে বাড়ছে তাপমাত্রা, উত্তরে বৃষ্টির সম্ভাবনা, কী জানাচ্ছে হাওয়া অফিস?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গজুড়ে চলছে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের চেয়ে দক্ষিণবঙ্গে(South Bengal) তাপমাত্রা অনেকটাই বেশি। হিট ওয়েভের(Heat Wave) সতর্কতা জারি করা হয়েছে সেখানে। এদিকে, উত্তরেও...

Most Popular