উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল (TMC) নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা আক্রান্ত হয়েছিলেন। এই ঘটনার নেপথ্যে হাত ছিল শেখ শাহজাহানের অনুগামীদের, সে প্রসঙ্গ টেনে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করে ইডি (ED)।শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে পালটা ইডির বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল পুলিশ।
এদিন সকালে ন্যাজাট থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি বসিরহাট (Basirhat) পুলিশ জেলার পক্ষ থেকেও রুজু করা হয়েছে একটি মামলা। সন্দেশখালির ঘটনায় এনিয়ে রুজু হল মোট তিনটে মামলা। মামলার পাশাপাশি পুরো ঘটনার বিষয়ে জানান হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও। যদিও ঘটনার ২৪ ঘণ্টা পেরোলেও এখনো গ্রেপ্তার হননি কেউই।