উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট (New Delhi railway station stampede) হওয়ার ঘটনায় রেলকে তীব্র ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। জায়গা না থাকা সত্ত্বেও টিকিট কেন বিক্রি (Tickets) করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে শুনানিতে।
ভবিষ্যতে রেলস্টেশনে এই ধরনের ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিতে করা একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল বুধবার। সেই শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেদেলার ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘একটি কোচে যাত্রীদের থাকার জন্য নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা হয়, তাহলে টিকিট কেন বেশি সংখ্যায় বিক্রি করা হল?’ হাইকোর্ট আরও বলেছে, ‘রেলের তরফে আরও একটু দায়িত্ব নিয়ে কাজ করলে পরিস্থিতি এড়ানো যেত।’ এরপরই রেল আইনের ৫৭ এবং ১৫৭ ধারার কথা উল্লেখ করে হাইকোর্ট বলে, ‘প্রতিটি রেল প্রশাসনের একটি নির্দিষ্ট সংখ্যক যাত্রী নির্ধারণের জন্য একটি আইনগত আদেশ রয়েছে। এই সংখ্যাটাও প্রতিটি কোচের বাইরে লেখা থাকা উচিত।’ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২৬ মার্চ।
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি রাতে নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভগামী পুণ্যার্থীদের হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান অন্তত ১৮ জন। আহতও হন প্রচুর মানুষ। যদিও পুলিশ ও রেলের তরফে দাবি করা হয়েছিল, অতিরিক্ত ভিড় এবং গুজবের জেরেই এই দুর্ঘটনা। এছাড়াও ঘণ্টা প্রতি হাজারের বেশিও টিকিট বিক্রির অভিযোগ সামনে এসেছিল। এবার সেই প্রসঙ্গ তুলেই রেলকে দুষল হাইকোর্টও।