চোপড়া: মদ্যপ অবস্থায় স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাত করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার দাসপাড়া এলাকার কুলাগাঁও গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাঁজা ও মদের নেশায় সবসময় বুঁদ হয়ে থাকে অভিযুক্ত সপিজদ্দিন। যা নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। একাধিকবার সালিশি বৈঠকও হয়। বাড়িতে ঝগড়া করে দুদিন বাইরে কাটানোর পর এদিন সকালে বাড়িতে ঢুকে ঝামেলা করে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠে। জখম মালেকা খাতুনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ।