সাজাহান আলি, পতিরাম: দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) ও মালদা (Malda) জেলায় দিনের তাপমাত্রা ক্রমশ কমছে। আগামী কয়েকদিনে এই দুই জেলায় শীতের মাত্রা আরেকটু বাড়তে পারে (Weather Update)। তবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দুই জেলাতেই জাঁকিয়ে শীত পড়বে। মঙ্গলবার আবহাওয়া বার্তায় জানিয়ে দিল মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। ডিসেম্বরের ৫ তারিখের পর যে কোনও দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তারও নীচে নেমে যেতে পারে বলে অনুমান করছেন মাঝিয়ানের বিজ্ঞানীরা। মঙ্গলবার মাঝিয়ানের নোডাল অফিসার ডঃ জ্যোতির্ময় কারফর্মা জানান, ‘আবহাওয়ার বর্তমান গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, ডিসেম্বর মাসের শুরু থেকেই গৌড়বঙ্গে যথেষ্ট শীত পড়বে।’
মঙ্গলবার মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দুই জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুই জেলাতেই দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৬-২৭ ও সর্বনিম্ন ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। আগামী পাঁচদিন উত্তর দিক থেকে ঘণ্টায় ৩ থেকে ৮ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে। এই দিনগুলিতে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৭২-৮০ এবং সর্বনিম্ন ৪৫-৫১ শতাংশ থাকার সম্ভাবনা।
মাঝিয়ানের আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর জানান, ‘২৫ নভেম্বর দক্ষিণ দিনাজপুরে এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দুই জেলায় সামান্য কুয়াশা পড়তে পারে। তবে শীতের মাত্রা খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে।’

