সুবীর মহন্ত,বালুরঘাট: বাড়িতে ঢুকে এক গৃহবধূকে কুপ্রস্তাব দিলেন মাঝবয়সি প্রতিবেশী। কিন্তু ওই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বেধে যায় বচসা। আর এর জেরেই ওই গৃহবধূকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করলেন অভিযুক্ত। আরও অভিযোগ, মাকে বাঁচাতে এলে তার নাবালিকা মেয়েকেও মারধর করা হয। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বালুরঘাট শহরে। গত শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটলেও চিকিৎসার কারণে সোমবার দুপুরে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। পুলিশ তদন্ত শুরু করেছে।
ওই গৃহবধূ তাঁর নাবালিকা কন্যাসন্তানের সঙ্গে একাই থাকেন। তাঁর স্বামী ভিনরাজ্যে কাজে গিয়েছেন। গৃহবধূর অভিযোগ, ‘মাঝবয়সি এক প্রতিবেশী রাস্তা আটকে মাঝেমাঝেই কুপ্রস্তাব দিতেন, আমার ফোন নম্বর চাইতেন। এতদিন বিষয়টিকে গুরুত্ব না দিলেও, গত শনিবার সে সীমা ছাড়িয়ে যায়।’
ওই গৃহবধূর আরও অভিযোগ, ‘শনিবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি আমাদের বাড়িতে ঢুকে পড়ে। এরপর কুপ্রস্তাব দিলে আমি প্রতিবাদ করি আর এরপরেই ওই ব্যক্তি আমার সারা শরীরে হাত দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে মাটিতে ফেলে আমাকে পেটায়। মেয়ে আমাকে রক্ষা করতে এলে তাকেও মারধর করে। এই ঘটনার পরে চরম আতঙ্কিত হয়ে পড়ি আমরা। হাসপাতালে চিকিৎসা করিয়ে এদিন প্রাণনাশের আশঙ্কা করেই বালুরঘাট থানায় নালিশ জানিয়েছি।’ বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে।