শিলিগুড়ি: পরকীয়া সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি পূর্ব চয়নপাড়া সংলগ্ন নরেশ মোড় এলাকায়। এদিন মহিলার বাড়ির দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থল থেকে মহিলা ও তাঁর সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় আশিঘর ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ, ওই মহিলা দীর্ঘদিন ধরেই এক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত। একাধিকবার মহিলাকে সাবধান করে স্থানীয়রা। এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সমাজে অশান্তি ও অশালীনতার পরিবেশ তৈরি হচ্ছিল। কয়েক দিন আগেও এ নিয়ে বচসা ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
আজ সকালে পরিস্থিতি চরমে ওঠে। মহিলার প্রেমিককে হাতে-নাতে ধরে বেঁধে রেখে মারধর করে উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরই ক্ষোভে ফেটে পড়ে জনতা। বিক্ষোভকারীরা ওই মহিলার বাড়িতে গিয়ে দরজা ভেঙে প্রবেশ করে, বেধড়ক মারধর করে মহিলাকে। এমনকি তার সন্তানরাও রেহাই পায়নি। পরে খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত মহিলা ও তার সন্তানদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

