পারডুবি: সাপের ছোবল খেয়ে ছটফট করছেন গৃহবধূ! তবুও তাঁকে হাসপাতালে না গিয়ে আগেই ওঝাকে আনতে ছুটলেন পরিবারের লোকজন। ওঝার খোঁজে এদিক ওদিক ছুটতে পেরিয়ে গেল অনেকটা সময়। অবশেষে ওঝাকে না পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে। তবে রক্ষা হল না। শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের উত্তরবরাইবাড়ির ডোবাপাড়ার বাসিন্দা মাম্পি শীল।
জানা গিয়েছে, সোমবার মাম্পিকে ঘরের মধ্যে সাপে ছোবল দেয়। তাঁর চিৎকারে পরিবার এবং পড়শিরা ছুটে আসেন। সাপে ছোবল দিয়েছে শুনেই পরিবারের লোকজন ওঝাকে আনতে ছুটে যান। ওঝার খোঁজে এদিক ওদিক ছুটতে অনেকটা সময় পেরিয়ে যায়। ততক্ষণে মাম্পির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষে তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকজন। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর তাঁর মৃত্যু হয়। পরে মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। কেন ওই মহিলাকে হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হল না, এই প্রশ্ন তুলেছেন অনেকেই। গ্রামবাংলার অনেকাংশই যে এখনও এসব নিয়ে কুসংস্কারাচ্ছন্ন, এই ঘটনায় তা আবারও প্রমাণ হল।