উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রেনের কামরায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা (Rape attempt)। উপায় না পেয়ে প্রাণে বাঁচতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন (Jumps off) এক তরুণী। ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার ফলে গুরুতর আহত হন তিনি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) কোম্পালি এলাকায়।
জানা গিয়েছে, গত শনিবার বেসরকারি সংস্থায় কর্মরত ওই তরুণী মোবাইল ফোন মেরামতের জন্য ট্রেনে করে মেডচল থেকে সেকেন্দ্রাবাদে গিয়েছিলেন। এরপর ফোন মেরামত হয়ে গেলে তিনি সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে বাড়ি ফেরার জন্য ট্রেনে ওঠেন। ট্রেনের ওই মহিলা কামরায় তিনি যখন ওঠেন সেই সময় আরও দুজন ছিলেন সেখানে। কিন্তু পরে ওই দুজন আলওয়াল স্টেশনে নেমে যান। অভিযোগ, এরপরই ওই কামরায় উঠে পড়েন বছর পঁচিশের এক তরুণ। এরপরই ওই তরুণীকে একা দেখে কুপ্রস্তাব দেন। কিন্তু তরুণী সেই প্রস্তাবে রাজি না হলে তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। এই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন ওই তরুণী।
ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার ফলে তরুণীর মাথা, থুতনি, ডান হাত এবং কোমরে গুরুতর আঘাত লাগে। এরপর পথচারীরা আহত অবস্থায় ওই তরুণীকে দেখতে পেয়ে চিকিৎসার জন্য তড়িঘড়ি করে সেকেন্দ্রাবাদের একটি হাসপাতালে নিয়ে যায়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতায় একাধিক ধারায় মামলা দায়ের করেছে রেল পুলিশ। ওই তরুণী রেল পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তকে একবার দেখলেই শনাক্ত করতে পারবেন তিনি। অভিযুক্ত তরুণের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।