উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কঠোর পোশাক বিধির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানালেন ইরানের (Iran) এক তরুণী। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। তবে বিশ্ববিদ্যালয় (University) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তরুণী মানসিকভাবে অসুস্থ।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটনাটি ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, ওই তরুণী শুধু অন্তর্বাস পরে হাঁটছেন। তাঁকে ওভাবে দেখে আশপাশের সকলেই তাজ্জব। পরে তাঁকে আটক করেন নিরাপত্তারক্ষীরা।
মিডিয়া রিপোর্ট বলছে, দেশটিতে মেয়েরা চাইলেই নিজেদের পছন্দের পোশাক পরতে পারেন না। জারি রয়েছে কিছু ফতোয়া। বাইরে বের হলে হিজাব বাধ্যতামূলক। তাই কঠোর পোশাক বিধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিশ্ববিদ্যালয় চত্বরে অন্তর্বাস পরে হাঁটতে শুরু করেন তরুণী। যদিও তাঁর পরিচয় জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আমির মাহজব এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘তরুণীর গুরুতর মানসিক সমস্যা রয়েছে।’ তবে পরবর্তীতে তরুণীকে কোথায় পাঠানো হয়েছে, তা জানা যায়নি। তাঁকে মানসিক হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
ঠিক মতো হিজাব না পরার অপরাধে ও হিজাব নিয়ম লঙ্ঘনের অভিযোগে মাহসা আমিনি নামে ২২ বছরের এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল ইরানের নীতিপুলিশ। ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশি হেপাজতে রহস্যজনক মৃত্যু হয় তাঁর। তা নিয়ে বিক্ষোভে উত্তাল হয়েছিল ইরান। যদিও দেশটির নিরাপত্তা বাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন করেছিল। সেকথা স্মরণে রেখে বিশ্ববিদ্যালয় চত্বরে অর্ধনগ্ন হয়ে ঘোরা তরুণীর পরিণতি কী হয়, তা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।