হরিশ্চন্দ্রপুর: বিয়ের দু’মাস পর নববধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পাড়ো গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মুস্তরি খাতুন(২৩)। ঘটনার পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা পলাতক। মুস্তরি খাতুনকে খুন করা হয়েছে বলে স্বামী সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে হরিশ্চন্দ্রপুর থানার জয়রামপুর গ্রামের বাসিন্দা আজিমুল আলির মেয়ে মুস্তরি খাতুনের সঙ্গে শরীয়ত মোতাবেক বিয়ে হয় পাড়ো গ্রামের বাসিন্দা জিয়াউদ্দিন আহমেদের ছোট ছেলে মুতাহার আলির। মেয়ের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকে মেয়ের উপর। পিতৃহারা গরিব পরিবারের মেয়ে মুস্তরি মায়ের কাছ থেকে টাকা আনতে না পারায় স্বামীর সঙ্গে অশান্তি শুরু হয়। যৌতুকের দাবিতে তাকে মারধর করা হত, খেতে পর্যন্ত দেওয়া হত না। শ্বশুরবাড়ির অত্যাচার সীমা ছাড়ালে বাধ্য হয়ে কয়েকদিন আগে বাপের বাড়ি ফিরে যান মুস্তরি। এদিন সকালে মেয়ের শ্বশুরবাড়ির প্রতিবেশীদের কাছ থেকে মেয়ের মৃত্যু হয়েছে বলে জানতে পারেন মৃতার পরিবার। টাকার দাবিতে মেয়ের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ। ওদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন মেয়ের পরিবারের লোকেরা। হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে, ঘটনার অভিযোগ জমা পড়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।