Must-Read News

Jaggery | বছর শুরুতেই মিলছে পর্যাপ্ত খেজুর রস, গুড় তৈরিতে ব্যস্ত কারিগররা

গাজোল: ডিসেম্বর মাস পর্যন্ত শীতের প্রকোপ তেমন দেখা যায়নি গাজোলে। যার ফলে পর্যাপ্ত পরিমাণে খেজুরের রস হচ্ছিল না। আর খেজুর রসের অভাবে প্রায় বন্ধ হতে বসেছিল খেজুর গুড় (Jaggery) তৈরির কাজ। তবে বছরের প্রথম দিন থেকে জাঁকিয়ে শীত পড়তে শুরু করায় আবার জোরকদমে খেজুর গুড় তৈরির কাজ শুরু হয়েছে। শীতের (Winter)আমেজ বজায় থাকলে পৌষ পার্বণে গুড়ের ভালোই আমদানি হবে বলে মনে করছেন শিউলিরা।

গাজোল-২ গ্রাম পঞ্চায়েত এলাকার মুশিধাপ গ্রামের বাসিন্দা দর্প রায়। পেশায় প্রান্তিক কৃষক দর্প শীতের সময় খেজুর (Dates) গুড় তৈরির কাজ করেন। দর্প জানালেন, এলাকার প্রায় ৮০টি খেজুর গাছ লিজে নিয়ে রস সংগ্রহ করেন তিনি। তবে প্রতিদিন ৮০টি গাছে কলসি বাঁধতে পারেন না। অর্ধেক পরিমাণ গাছে বাঁধেন। দুপুরবেলা গাছে বাঁধ শুরু করেন। সন্ধ্যের মধ্যেই গাছে কলসি বাঁধা শেষ হয়ে যায়। এরপর ভোরবেলা সূর্য ওঠার আগেই প্রত্যেকটি গাছ থেকে কলসি সংগ্রহ করতে হয়। অগ্রহায়ণ মাসের প্রথম থেকে চৈত্র মাসের শেষ পর্যন্ত চলে খেজুর গুড় তৈরির কাজ।

দর্প বাবুর বড় ছেলে সুরজিৎ জানান, ভোরবেলা রস সংগ্রহের কাজটা দুই ভাই মিলে করেন। প্রতিদিন যে রস সংগ্রহ হয় তা ঘন করে রাখা হয়। এরপর প্রতি বুধবার সেই ঘন রস থেকে গুড় তৈরি করেন তাঁরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে গুড় তৈরির কাজ। তবে এই কাজ করতে গিয়ে যে পরিমাণ শ্রম দিতে হয় তার তুলনায় লাভের অংকটা অনেক কম। তবুও এই কাজ করে বছরে কয়েক মাসের সংসারের খরচ উঠে আসে। বাবার কাছ থেকে কাজ শিখছেন তাঁরা। তারাও আগামী দিনে এই পেশায় থাকতে চান।

জানা গিয়েছে, মান অনুযায়ী গুড় বিক্রি হয় ২০০ থেকে ৩০০ টাকা প্রতি কেজি। তবে কেউ যদি একেবারে খাঁটি গুড় নিতে চান তাহলে আগে অর্ডার দিতে হয়। ৫০০ টাকা কেজির নীচে সেই গুড় বিক্রি করলে লাভ তেমন থাকে না। মহারাষ্ট্র, কর্ণাটক থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই গুড়। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে গুড় সংগ্রহ করে নিয়ে যান। বছরের শেষে ঠিকভাবে শীত না পড়ায় এতদিন তেমন ভাবে গুড় তৈরি হচ্ছিল না। তবে নতুন বছরের শুরুতে শীত পড়তেই গুড় তৈরির কাজে শুরু হয়েছে তুমুল ব্যস্ততা।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

CV Ananda Bose | রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ চন্দ্রিমার, ঢুকতে পারবে না পুলিশও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ করা হল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima…

37 mins ago

Josh Baker | মাত্র ২০-তেই প্রয়াত ব্রিটিশ স্পিনার জশ বেকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র ২০ বছর বয়সেই প্রয়াত ইংল্যান্ডের জনপ্রিয় স্পিনার জশ বেকার। ওরচেস্টারশায়ার…

46 mins ago

Rahul Gandhi | সনিয়ার কেন্দ্র রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। সোনিয়া গান্ধির (Sonia Gandhi) ছেড়ে যাওয়া আসন উত্তরপ্রদেশের রায়বরেলি…

2 hours ago

Drug recovery | স্কুটারের পাদানিতে লুকোনো ছিল সাড়ে তিন কোটির মাদক, যুবককে ধরল পুলিশ

ফালাকাটা: মাত্র ১ মাস ১ দিনের ব্যাবধান। ফের বিপুল পরিমান ব্রাউন সুগার জাতীয় নিষিদ্ধ মাদক…

12 hours ago

Madhyamik 2024 | বাবা দিনমজুর, মেধাতালিকায় স্থান না পেলেও মাধ্যমিকে নজর কাড়ল দীপজয়

চ্যাংরাবান্ধা : মেধাতালিকায় তার স্থান হয়নি চ্যাংরাবান্ধা (Changrabandha) গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকার বাসিন্দা দীপজয় সরকারের।…

12 hours ago

Madhyamik Result 2024 | মাধ্যমিকে জলপাইগুড়ির অন্য স্কুলগুলিকে টেক্কা দিল নাগরাকাটার একলব্য মডেল

নাগরাকাটা: মাধ্যমিকে (Madhyamik Result 2024) সামগ্রিক ভালো ফলের নিরিখে ফের জলপাইগুড়ির (Jalpaiguri) অন্যান্য স্কুলগুলিকে টেক্কা…

13 hours ago

This website uses cookies.