মেটেলি: শ্রমিকদের কাছ থেকে পিএফ এর টাকা কাটা হলেও তা জমা করা হচ্ছে না নির্দিষ্ট পিএফ অ্যাকাউণ্টে! এই অভিযোগের ভিত্তিতে এবার বাগান মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন চা বাগান শ্রমিকরা। রবিবার পশ্চিমবঙ্গ চা মজুর সমিতির তরফে মাটিয়ালী ব্লকের কিলকোট ও নাগেশ্বরী চা বাগানের শ্রমিকেরা মেটেলি থানায় গিয়ে ওই অভিযোগ দায়ের করেন। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই বাগান মালিকপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হল। যদিও সংগঠনের কর্মকর্তারা জানান এটি পূর্ব ঘোষিত একটি কর্মসূচি।
এছাড়াও এদিন ডুয়ার্সের মাদারিহাট,বীরপাড়া, মেটেলি ও মালবাজার থানায় গিয়ে বাগান মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে শ্রমিকেরা। এই প্রসঙ্গে শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য খ্রিস্টান খেরিয়া বলেন, ‘সংগঠনের তরফে ‘ কানুন মানো ‘ নামে ওই কর্মসূচি নেওয়া হয়েছে। রবিবার ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা সংশ্লিষ্ট থানায় গিয়ে বাগান মালিক কর্তৃপক্ষের বেআইনি কাজকর্মের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কাছ থেকে পিএফ এর টাকা কেটে নিলেও তা জমা করা হচ্ছে না।সময় মতো মজুরি দিচ্ছে না। বহু চা বাগানে মজুরি বকেয়া।আইন অনুযায়ী বাগান মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের যাবতীয় সুযোগ সুবিধাও প্রদান করছে না।এরপরেও প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলন হবে।’