বার্লিন: সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবল তারকা টমাস মুলার। ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। ২০১০ এর মার্চে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটেছিল মুলারের। সেই বছর বিশ্বকাপে পাঁচটি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। পেয়েছিলেন ফিফার সেরা যুব ফুটবলারের শিরোপাও। মুলার দেশের হয়ে ১৩১টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে ৪৫টি গোল রয়েছে ৩৪ বছরের এই ফরোয়ার্ডের।
২০১৪-র বিশ্বকাপে জার্মানির সাফল্যে মুলারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে একটি স্মরণীয় হ্যাটট্রিক সহ পাঁচটি গোল করেছিলেন। মুলার তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিওতে তাঁর অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। বায়ার্ন মিউনিখ তারকা বলেছেন, ‘আমি দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত এবং সবাইকে ধন্যবাদ। আমি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছি।’ এবারের ইউরো কাপে দুটি ম্যাচে মোট ৫৬ মিনিট মাঠে ছিলেন মুলার। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় জার্মানি। সেটাই ছিল জার্মান তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

