কোচবিহার: কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সোমবার হাসপাতাল থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে। এরপর হাসপাতালে থ্যালাসেমিয়া আক্রান্তদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কবিতা, আবৃত্তি, গানের পাশাপাশি নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেন রোগীরা। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: নির্মলকুমার মণ্ডল সহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ জনান, এখানে ১৫৮ জন শিশুর থ্যালাসেমিয়ার চিকিৎসা করা হচ্ছে।
থ্যালাসেমিয়া জিনগত রোগ। বাবা-মা থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানও থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়। এই রোগে আক্রান্তদের প্রতিনিয়ত রক্ত দিতে হয়। ফলে নিয়মিত রক্ত সংগ্রহ করতে হিমশিম খেতে হয়। সচেতনতার মাধ্যমেই এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়। বিয়ের আগে পাত্র-পাত্রী দু’জনেই থ্যালাসেমিয়া পরীক্ষা করালে পরবর্তীতে তাঁদের সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে না। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রচার চালানো হচ্ছে।