উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারতীয় কুস্তি ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ক্রীড়া মন্ত্রক। সংস্থার প্রধান সঞ্জয় সিংয়ের হাতেই পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মঙ্গলবার। তিনি আবার সংস্থার প্রাক্তন প্রধান ও রাজনীতিবিদ ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
ভারতীয় কুস্তি সংস্থার প্রধান থাকাকালীন ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের যৌননিগ্রহের অভিযোগ উঠেছিল। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটের মতো আন্তর্জাতিক স্তরে পদক জয়ী কুস্তিগিরেরা অভিযোগ করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হতেই তাঁকে কুস্তি সংস্থার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে যদিও ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় দায়িত্ব পান। যা নিয়ে আপত্তি জানান অধিকাংশ কুস্তিগির।
২০২৩ সালের ২৪ ডিসেম্বর ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করেছিল ক্রীড়ামন্ত্রক। ফেডারেশনের উপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। মঙ্গলবার যা তুলে নেওয়া হয়। ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়েছে, কুস্তি সংস্থা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যার ফলে ভারতীয় ক্রীড়া ও ক্রীড়াবিদদের বৃহত্তর স্বার্থে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
এদিকে, ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি কোর্টে এখনও যৌন হেনস্তার মামলা চলছে। যে কারণে তাঁর সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ নেই ভারতীয় কুস্তি ফেডারেশনের। কিন্তু সংস্থার প্রধান পদে রয়েছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয় সিং। সেকারণে সংস্থায় প্রাক্তন প্রধানের প্রভাব কিছুটা হলেও থাকবে বলে মনে করা হচ্ছে।