Tuesday, May 30, 2023
HomeTop Newsউল্টো প্যান্ট পড়ে মাঠে নামলেন ঋদ্ধি, হেসেই খুন হার্দিক পাণ্ডিয়া  

উল্টো প্যান্ট পড়ে মাঠে নামলেন ঋদ্ধি, হেসেই খুন হার্দিক পাণ্ডিয়া  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তড়িঘড়ি মাঠে নামতে গিয়ে উল্টো প্যান্ট পড়ে নেমে পড়লেন গুজরাট টাইটান্সের ঋদ্ধিমান সাহা। উল্টো প্যান্ট পড়ে মাঠে নামতেই হাসির রোল উঠল মাঠে ও দর্শকাসনে। সতীর্থদের হাসিতে কিছুটা হলেও বিব্রত বোধ করতে দেখা যায় ঋদ্ধিকে। হাতে সময় কম থাকায় প্যান্ট আর সোজা করে পড়া হয়নি তাঁর। তড়িঘড়ি মাঠে নামতে গিয়েই এই ভুল বলে জানান ঋদ্ধিমান সাহা।

https://twitter.com/FanIplt20/status/1655182096439349250?s=20

টি টুয়েন্টিতে ইনিংসের বিরতিতে হাতে এমনিতেই সময় খুব কম থাকে। তাড়াহুড়োয় কোন ধরণের ভুল হতে পারে তাঁর পক্ষে, রবিবার সর্বাত্মক নমুনা পেশ করলেন ঋদ্ধিমান সাহা। এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স খেলতে নামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। গিলের ৯৪ ও ঋদ্ধির ৮১ রানের দৌলতে গুজরাট টাইটানস পৌছে যায় বড় রানের ইনিংসে। প্রচণ্ড গরমে ব্যাট করার পরে ঋদ্ধি অস্বস্তিতে ছিলেন বলেই সম্ভবত তাঁকে কিপিং না করিয়ে বদলে কেএস ভরতকে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই কিপিং করানোর সিদ্ধান্ত নেয় গুজরাট।

কিন্তু চতুর্থ আম্পায়ার ভরতকে ইনিংসের শুরু থেকেই মাঠে নামা থেকে আটকান। ভরত মাঠে নামার অনুমতি না পাওয়ায় গুজরাটকে তড়িঘড়ি পরিকল্পনা বদল ঋদ্ধিকে তাড়াতাড়ি মাঠে নামার নির্দেশ দেওয়া হয়।

সাহা তাড়াহুড়োয় উল্টো প্যান্ট পরেই মাঠে নেমে পড়েন। প্যান্টের  সামনের দিকে স্পনসরের নাম তথা লোগো থাকে। সাহা মাঠে নামার পরে দেখা যায় যে, স্পনসরদের বিজ্ঞাপন রয়েছে তাঁর পিছন দিকে।  বিষয়টি সবার আগে নজরে আসে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার। ঋদ্ধিকে উল্টো প্যান্ট পরে মাঠে নামতে দেখে হেসেই খুন গুজরাট দলনায়ক। ঋদ্ধি অবশ্য খুব বেশিক্ষণ ফিল্ডিং করেননি। তিনি ২ ওভার ফিল্ডিং করার পরেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন। তাঁর পরিবর্তে কিপিং করতে নামেন কেএস ভরত।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments