কলকাতা: এখনও ঘড়ির অ্যালার্ম বাজলেই সকালে ঘুম থেকে উঠে পড়েন তিনি। দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়েন। ক্রিকেট মাঠেই হাজির হন। কিন্তু অন্য ভূমিকায়।
কারণ, ঋদ্ধিমান সাহা যে এখন প্রাক্তন ক্রিকেটার। প্রাক্তনদের দলে নাম লিখিয়ে ফেলার পর বেশ কয়েকটি দিন কেটে গিয়েছে। মাঝের সময়ে শিলিগুড়িতেও হাজির হয়েছিলেন পাপালি। অবসর জীবনে চুটিয়ে ক্রিকেট কোচিংয়ের কাজ করছেন। তার মাঝেই আজ সন্ধ্যায় পাপালি হাজির হয়েছিলেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে। সেখানে তাঁকে সংবর্ধনা জানানো হল। স্ত্রী রোমি ও কন্যা আনভিকে সঙ্গে নিয়ে অবসর পরবর্তী সময়ে ঋদ্ধিমানের প্রথম সংবর্ধনা। আর সেই সংবর্ধনা অনুষ্ঠানের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপালি তাঁর আগামীর ভাবনা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ, সব কিছু নিয়েই মুখ খুললেন। জানিয়ে দিলেন, চোটের কারণে জসপ্রীত বুমরাহকে না পাওয়াটা ভারতীয় দলের জন্য ধাক্কা। এর ফলে টিম ইন্ডিয়ার বোলিং শক্তি কমবে।
অবসর জীবনের অনুভূতি
সবই একরকম রয়েছে। শুধু ক্রিকেটার হিসেবে আমি প্রাক্তন হয়ে গিয়েছি। তবে এখনও সকালে ঘড়ির অ্যালার্ম বাজলেই উঠে পড়ি। দ্রুত পৌঁছে যাই মাঠে। তবে ভূমিকাটা এখন কোচের। আর পরিবারকে সময় দিতে পারছি।
আগামীদিনে বাংলার কোচিং
সিএবি থেকে এখনও কোনও প্রস্তাব পাইনি। দেখা যাক কী হয়। তবে ব্যক্তিগতভাবে আমি এখনই বাংলার কোচিংয়ে না এসে আরও এক-দুই বছর পর আসতে চাই। আসলে কোচিং একটা বিশেষ দায়িত্ব। তাই একটু অভিজ্ঞতারও প্রয়োজন। তবে প্রস্তাব এলে অবশ্যই ভেবে দেখব।
ভ্যালেন্টাইন্স ডে-র পরিকল্পনা
(হাসি) আমার তেমন কোনও পরিকল্পনা নেই। (স্ত্রী রোমির দিকে দেখিয়ে) পরিকল্পনা তো রোমিই করবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাবনা
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজটা দল হিসেবে দারুণ খেলেছে রোহিত শর্মারা। ব্যাটারদের প্রায় সবাই রানও করেছে। আমার মনে হয়, দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ভালোই করবে টিম ইন্ডিয়া।
বুমরাহর অনুপস্থিতি
বুমরাহ ভারতীয় বোলিংয়ের সেরা অস্ত্র। দুর্দান্ত পেসার। চোটের কারণে ওর দলে না থাকাটা দুর্ভাগ্যজনক। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, বুমরাহর না থাকার কারণে ভারতীয় বোলিংয়ের শক্তি কমবে। বাকিরা ওর অভাব কতটা পূরণ করতে পারে, সেটাই দেখার।
বুমরাহর পরিবর্ত হর্ষিত রানা
কেন বুমরাহর বদলি রানা, এই প্রশ্নের জবাব ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও জাতীয় নির্বাচকরা ভালো দিতে পারবেন। তবে আমার মনে হয়, সম্প্রতি হর্ষিত যখনই সুযোগ পেয়েছে, উইকেট নিয়েছে। হয়তো তাই ওকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেওয়া হয়েছে।
বায়োপিকের পরিকল্পনা
আমার মতো বোরিং চরিত্রকে নিয়ে বায়োপিক হবে নাকি? (হোহো হাসি) আমার তো মনে হয় না।
আত্মজীবনী লেখার ভাবনা
আপাতত কোনও ভাবনা নেই। আগামীদিনে হবে কিনা, সেটাও জানি না।