US-China Tariff War | ‘আধিপত্যবাদ কেবল একঘরেই করবে’, শুল্কযুদ্ধে সাময়িক বিরতির মাঝেই জিনপিংয়ের নিশানায় কি আমেরিকা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ আলোচনার পর আমেরিকা ও চিনের শুল্কযুদ্ধে ৯০ দিনের বিরতি ঘোষণা করা হয়েছে (US-China Tariff War)। সাময়িক বিরতিতে সম্মত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য রাখলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। আর নিজের বক্তব্যে ‘আধিপত্যবাদ’-এর (Hegemonism) তীব্র সমালোচনার মাধ্যমে নাম না করেই তুলোধনা করলেন আমেরিকাকে।

মঙ্গলবার বেজিংয়ে একটি শীর্ষ সম্মেলনে চিনের প্রেসিডেন্ট বলেন, ‘বিগত এক শতাব্দীতে অদৃশ্য বড় পরিবর্তনগুলি ত্বরান্বিত হয়েছে। যা আন্তর্জাতিক স্তরে ঐক্য এবং সহযোগিতাকে অপরিহার্য করে তুলেছে।’ এরপরই তিনি বলেন, ‘শুল্কযুদ্ধ বা বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হবে না। আধিপত্যবাদ কেবল একঘরে হয়ে যাওয়ার দিকেই পরিচালিত করে।’ তিনি যখন একথা বলছিলেন তখন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলির প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিল, কলম্বিয়া ও চিলির প্রেসিডেন্টও।

প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই পারস্পরিক শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পালটা চিনও শুল্ক বাড়ালে বেজিংয়ের সঙ্গে শুল্কযুদ্ধে নেমে পড়েন তিনি। এইভাবে দফায় দফায় একে অপরের পণ্যের উপর শুল্ক চাপানোর জেরে আমেরিকায় চিনা পণ্যের উপর শুল্ক বেড়ে দাঁড়ায় ১৪৫ শতাংশ। অন্যদিকে, চিনে আমেরিকার পণ্যের উপর শুল্ক বেড়ে দাঁড়ায় ১২৫ শতাংশ। এরপরই যদিও আলোচনার মাধ্যমে দুই দেশই শুল্ক ৯০ দিনের জন্য ১১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, তিন মাসের জন্য এখন চিনা বাজারে মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ এবং আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক কার্যকর থাকবে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

More like this
Related

Iran-Israel Conflict | চতুর্থ দিনে পা রাখল সংঘাত! ইরানে হামলার পেছনে কী লক্ষ্য ইজরায়েলের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ...

Ahmedabad Plane Crash | ঝলসে যাওয়া ৪৭ টি দেহ শনাক্ত ডিএনএ পরীক্ষায়, অপেক্ষায় প্রহর গুনছে বাকিদের পরিবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আগুনে ঝলসে...

Russia-Ukraine | আবারও রাশিয়ান ভূখণ্ডে আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন! মৃত ১, জখম ১৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাশিয়ান ভূখণ্ডে আবারও ড্রোন হামলা...

Gangarampur | বালিশ চাপা দিয়ে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন! গঙ্গারামপুর থানায় আত্মসমর্পণ মায়ের    

গঙ্গারামপুর : বিশেষভাবে সক্ষম নিজের মেয়েকে বালিশ চাপা দিয়ে...