উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ আলোচনার পর আমেরিকা ও চিনের শুল্কযুদ্ধে ৯০ দিনের বিরতি ঘোষণা করা হয়েছে (US-China Tariff War)। সাময়িক বিরতিতে সম্মত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য রাখলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। আর নিজের বক্তব্যে ‘আধিপত্যবাদ’-এর (Hegemonism) তীব্র সমালোচনার মাধ্যমে নাম না করেই তুলোধনা করলেন আমেরিকাকে।
মঙ্গলবার বেজিংয়ে একটি শীর্ষ সম্মেলনে চিনের প্রেসিডেন্ট বলেন, ‘বিগত এক শতাব্দীতে অদৃশ্য বড় পরিবর্তনগুলি ত্বরান্বিত হয়েছে। যা আন্তর্জাতিক স্তরে ঐক্য এবং সহযোগিতাকে অপরিহার্য করে তুলেছে।’ এরপরই তিনি বলেন, ‘শুল্কযুদ্ধ বা বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হবে না। আধিপত্যবাদ কেবল একঘরে হয়ে যাওয়ার দিকেই পরিচালিত করে।’ তিনি যখন একথা বলছিলেন তখন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলির প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিল, কলম্বিয়া ও চিলির প্রেসিডেন্টও।
প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই পারস্পরিক শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পালটা চিনও শুল্ক বাড়ালে বেজিংয়ের সঙ্গে শুল্কযুদ্ধে নেমে পড়েন তিনি। এইভাবে দফায় দফায় একে অপরের পণ্যের উপর শুল্ক চাপানোর জেরে আমেরিকায় চিনা পণ্যের উপর শুল্ক বেড়ে দাঁড়ায় ১৪৫ শতাংশ। অন্যদিকে, চিনে আমেরিকার পণ্যের উপর শুল্ক বেড়ে দাঁড়ায় ১২৫ শতাংশ। এরপরই যদিও আলোচনার মাধ্যমে দুই দেশই শুল্ক ৯০ দিনের জন্য ১১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, তিন মাসের জন্য এখন চিনা বাজারে মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ এবং আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক কার্যকর থাকবে।