উত্তরবঙ্গ ব্যুরো: প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়। ২০১৫ সাল থেকে পালিত হচ্ছে এই দিনটি। মঙ্গলবার রায়গঞ্জের(Raiganj) বিভিন্ন জায়গায় যোগ শিবিরের আয়োজন করা হয়। বিন্দোলের ভৈরবী মন্দির প্রাঙ্গণে যোগ শিবিরে যোগ দেন সাংসদ দেবশ্রী চৌধুরী। এছাড়াও ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা। সাংসদ দেবশ্রী চৌধুরী আন্তর্জাতিক যোগ দিবসে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেন, ‘যোগাভ্যাস প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ।‘ এদিন সকালে রায়গঞ্জের দেবীনগরে চতুর্থ আরক্ষা বাহিনীর মাঠে প্রায় ১২০০ প্রশিক্ষণরত জওয়ান যোগ শিবিরে যোগ দেন।
অন্যদিকে চালসাতেও আন্তর্জাতিক যোগ দিবস(Yoga Day) উপলক্ষ্যে বিশেষ যোগ শিবির করা হয়। এদিন মালবাজার ৪৬ ব্যাটালিয়ন এসএসবির তরফে শালবাড়ি মোড়ের এসএসবি ক্যাম্পে ওই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে স্কুল পড়ুয়া সহ এসএসবি জওয়ানরা অংশ নেন। উপস্থিত ছিলেন মালবাজার ৪৬ ব্যাটালিয়ন এসএসবির ডেপুটি কমান্ডান্ট সুভাষ কুমার দাস, সুরেশ কুমার পাটিদার, প্রভু দয়াল উপাধ্যায়, সহকারী কমান্ডান্ট রাজ কুমার প্রমুখ।
ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালেও মাল ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, আয়ুষ বিভাগের পরিচালনায় ও সমষ্টি উন্নয়ন দপ্তরের সহযোগিতায় এদিন স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন ধরনের যোগ অনুশীলন শেখানো হয়। অনুষ্ঠানে সমবেত যোগাভ্যাস অনুশীলন করেন আশাকর্মী, এএনএম থেকে শুরু করে চিকিৎসকরাও। উপস্থিত ছিলেন মাল ও ক্রান্তি ব্লকের দুই বিডিও শুভজিৎ দাশগুপ্ত এবং প্রবীর কুমার সিনহা, মালের বিএমওএইচ দীপঙ্কর কর প্রমুখ।
মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি, হিন্দুস্থান মোড় সহ নানা স্থানে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। এদিন পারডুবি পতঞ্জলি যোগ সমিতির পরিচালনায় যোগ শিবিরের আয়োজন করা হয় পারডুবি নতুন বাজার প্রাঙ্গণে। অন্যদিকে এদিন হিন্দুস্তান মোড়ে এসএসবি-র উদ্যোগেও দিনটি পালন করা হয়।
ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় মঙ্গলবার নাগরাকাটায় পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। এতে যোগ ব্যায়ামের উপকারিতা ও যোগ অনুশীলনের নানা দিক তুলে ধরেন বিশেষজ্ঞরা। ছিল যোগ চিকিৎসার শিবিরও।
অনাড়ম্বরভাবে বিশ্ব যোগ দিবস পালিত হল কুশমণ্ডি হাইস্কুল মাঠে। আয়োজন করেছিল জেলা আইনি পরিষেবা কেন্দ্রের কুশমণ্ডি শাখা।
ফালাকাটা কলেজের মিনি ইন্ডোর গেম কমপ্লেক্সেও যোগাসনে অংশ নেন পড়ুয়ারা। পাশাপাশি যোগাসনে অংশ নেন কলেজের অধ্যাপকদেরও একাংশ। সবাইকে যোগাসনের গুরুত্ব ও কোন আসন কীভাবে করতে হবে তা শিখিয়েছেন সোনাপুরের যোগ শিক্ষক বাদল বর্মন।
জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রেসলিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যোগ শিবির করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে গজলডোবা কাটা ঘর কমিউনিটি হলে যোগ অনুশীলন শেখানো হয়।
এদিন পুরাতন মালদার সদরঘাট জোড়াকালি সংলগ্ন তাঁতিপাড়ার মাঠে মঞ্চ গড়ে যোগ দিবসের অনুষ্ঠান এবং একটি যোগ সেন্টারের উদ্বোধন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি সহ অন্যান্যরা।
যোগ দিবসের দিনই বিশেষ যোগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল চাঁচলে। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ বিভাগের সহায়তায় চাঁচলের রাজ ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয় যোগ দিবস। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে যোগ দিবস অনুষ্ঠানের সূচনা করেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় ও মহকুমা স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত বিশ্বাস।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। এদিন হাসপাতালের বহির্বিভাগে আসা রোগীদের যোগ নিয়ে সচেতন করা হয়।