উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় জরুরী অবতরণ করল যোগী আদিত্যনাথের বিমান। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের দুটি কর্মসূচি ছিল আগ্রাতে। আগ্রাতে দুটি অনুষ্ঠান শেষ করে চার্টার্ড বিমানে লখনও যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এদিন দুপুরে চার্টার্ড বিমানটি টেক অফ করার কিছুক্ষণ পরেই মাঝ আকাশে বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। ২০ মিনিট আকাশে ওড়ার পর পাইলট বিমানটি ঘুরিয়ে এনে ফের আগ্রা বিমানবন্দরে নিরাপদে জরুরী অবতরণ করে।
বিমান থেকে নেমে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগ্রা এয়ারপোর্টের লাউঞ্জে তিনি অপেক্ষা করেন পরবর্তী বিমানের জন্য। অন্তত ১ ঘণ্টা ৫০ মিনিট পর দিল্লি থেকে বিকল্প একটি চার্টার্ড বিমান আগ্রা বিমানবন্দরে এলে সেই বিমানেই লখনও ফিরে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
তবে ঠিক কী ধরনের টেকনিকাল সমস্যা হয়েছিল সেটা জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা বিমানটি পরীক্ষা করে দেখবেন বলে জানা গিয়েছে।
এদিকে এই জরুরী অবতরণের জেরে বিমানবন্দরে বেড়ে যায় পুলিশি তৎপরতা। পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা দ্রুত সেখানে তাঁরা চলে আসেন। পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। ইউপির মুখ্যমন্ত্রীর যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়।