উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে জি-২০ সম্মেলন (G-20 Summit 2024)। সেই সম্মেলনের ফাকে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য হাজির হয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। বৈঠক শুরুর আগে সকলের সামনে নিজের পরিচয় দিতেই জয়শংকরকে উদ্দেশ করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট (President of Indonesia)প্রবো বলে ওঠেন, ‘আমি আপনাকে চিনি। আপনি তো বিখ্যাত মানুষ।’ আচমকা এমন কথা শুনে হাসি চেপে রাখতে পারলেন না প্রধানমন্ত্রী।
এদিন জয়শংকর এবং প্রবোও দ্বিপাক্ষিক বৈঠকের আগে একে অপরের একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁদের কুশল বিনিময় করতে দেখে হেসে ফেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই সময় প্রবো জয়শংকরকে বলেন, আপনি তো বিখ্যাত মানুষ, আমি আপনাকে চিনি।’ মজার ছলে তিনি এমন কথা বললেও, বৈদেশিক কূটনীতিতে বিদেশ মন্ত্রী যে কতটা দক্ষ তা গোটা বিশ্বের কাছে পরিচিত। বৈদেশিক ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই কারণেই ইন্দোনেশিয়ান প্রেসিডন্টে তাঁর কাজের দক্ষতাকে স্বীকৃতি দিয়েছেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের পর ভারতের সঙ্গে এতাই ছিল প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। এদিন বাণিজ্য, শিক্ষা, নিরাপত্তা এবং স্বাস্থ্য নিয়ে প্রসিডেন্টের সঙ্গে আলোচনা সেরেছেন মোদি। সঙ্গে জি-২০ সম্মেলনে মোদি ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ এই বার্তা শোনা যায় নমোর কণ্ঠে।