উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মিশরে আয়োজিত গাজা শীর্ষ সম্মেলনে সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেলোনিকে তিনি ‘একজন সুন্দরী তরুণী’ বলে মন্তব্য করেন। ইতালির প্রধানমন্ত্রীর উদ্দেশে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তোমাকে যদি সুন্দরী বলি তুমি কিছু মনে করবে না তো?’ সেই সঙ্গে তাঁকে ‘অবিশ্বাস্য নেত্রী’ বলেও প্রশংসা করেন ট্রাম্প। গাজায় ‘স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য ঘোষণাপত্র’ স্বাক্ষরের পর ট্রাম্প এই মন্তব্য করেন।
মোলেনির দিকে তাকিয়ে ৭৯ বছরের ট্রাম্প বলেন, ‘যদি তুমি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মহিলার জন্য সুন্দরী শব্দটি ব্যবহার করো, তাহলে তোমার রাজনৈতিক কেরিয়ার শেষ, কিন্তু আমি আমার সুযোগ নেব।’ এসব শুনে পিছনে দাঁড়িয়ে মিটি মিটি হাসছিলেন মেলোনি। প্রশংসা অব্যাহত রেখে ট্রাম্প বলেন, ‘মেলোনি একজন অবিশ্বাস্য নেত্রী। তিনি একজন খুব সফল রাজনীতিবিদ।’ সম্মেলনে যোগদানের জন্য তাঁকে ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট। শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া প্রায় ৩০ জন নেতার মধ্যে মেলোনিই ছিলেন একমাত্র মহিলা। অন্যদিকে, ট্রাম্প, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফতেহ আল-সিসি, তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েপ এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি একটি নথিতে স্বাক্ষর করেছেন। ট্রাম্প বলেছেন, ‘এই ঘোষণাপত্রে স্বাক্ষর গাজার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে।

